bangladesh-vs-Zimbabwe-live-streaming

BAN vs ZIM Live – Bangladesh vs Zimbabwe Live – Test Match 2nd Day Live

২৬৫ রানে শেষ হলো জিম্বাবুয়ের প্রথম ইনিংস

মিরপুরে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। রোববার দিনের প্রথম সেশনে জিম্বাবুয়ের প্রথম ইনিংস গুটিয়ে দিয়ে ব্যাট করতে নেমেছে স্বাগতিক বাংলাদেশ।

৬ উইকেটে ২২৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা জিম্বাবুয়ে এদিন বাকি ৪ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহে আর মাত্র ৩৭ রান যোগ করতে সক্ষম হয়েছে। এতে প্রথম ইনিংসে ২৬৫ রানে সংগ্রহ পেয়েছে সফরকারীরা।

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়নি সফরকারীদের। দিনের শুরুতেই দুই উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের বড় সংগ্রহের পথে দেয়াল হলে দাঁড়ান পেসার আবু জায়েদ রাহি। এরপর জায়েদের দেখানো পথে হেটে দুটি উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে গুটিয়ে দেন স্পিনার তাইজুল।

দিনের সপ্তম ওভারের পঞ্চম বলে ডোনাল্ড ট্রিপানোকে আউট করে দিনের সাফল্য এনে দেন রাহি। উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ট্রিপানো করেন ৮ রান। নিজের পরের ওভারে বোলিংয়ে এসে আবারও আঘাত হানে রাহি। এবার তার শিকার এইনস্লে এনড্লোভু। তিনি কোনো রান করতে পারেননি। দলীয় সংগ্রহ তখন ৮ উইকেট হারিয়ে ২৪৪ রান।

পরের ওভারে বোলিংয়ে এসেই চার্লটন টিশুমাকে এলবিডব্লিউ করে সাজঘরে ফেরত পাঠিয়ে জিম্বাবুয়ের নবম উইকেটের পতন ঘটনা তাইজুল। এনড্লোভুর মতো টিশুমাও কোনো রান করতে পারেননি।

টিশুমার বিদায়ের পর শেষ ব্যাটসম্যান ভিক্টর নিয়েওচিকে নিয়ে দ্রুত রান তোলায় মনোযোগী হন রেগিস চাকাভা, তবে বেশি দূর এগোতে পারেননি। শেষ উইকেটে ২০ রান তোলার পর তাইজুলকে উড়িয়ে মারতে গিয়ে চাকাভা বিদায় নিলে ২৬৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। নাঈম হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে চাকাভা করেন ৩০ রান।

শনিবার শুরু হওয়া ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ব্যাট করতে নেমে ক্রেইগ আরভিনের সেঞ্চুরির ওপর ভর করে ৬ উইকেটে ২২৮ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে সফরকারীরা। আরভিন করেন ১০৭ রান। এ ছাড়া উদ্বোধনী ব্যাটসম্যান প্রিন্স মাসভুরে খেলেন ৬৪ রানের ইনিংস।

প্রথম দিনে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ছিলেন নাঈম হাসান। তিনি নেন ৪ উইকেট। এ ছাড়া পেসার আবু জায়েদ রাহি নেন ২ উইকেট।

বাংলাদেশ VS জিম্বাবুয়ে LIVE – ম্যাচ সরাসরি দেখুন নিচের ভিডিও থেকে

Check Also

অধিনায়কত্ব ছেড়ে দিলেন মাশরাফি

এমনভাবেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। শ্রীলঙ্কার মাটিতে সিরিজের শেষ ম্যাচের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin