‘মাইনাস ওয়ান ফর্মুলার দিকে যাচ্ছে সরকার’

সরকার আদালতকে প্রভাবিত করে খালেদা জিয়াকে সাজা দিতে চান। এই সরকার মাইনাস ওয়ান ফর্মুলার দিকে যাচ্ছে বলেও অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী।

সোমবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ তোলেন।

রিজভী বলেন, ‘ক্ষমতাসীনরা আদালতকে প্রভাবিত করে খালেদা জিয়াকে সাজা দিতে চান। তা না হলে আদালতে কি হবে না হবে তারা কীভাবে জানেন। তারা আদালতের কাঁধে বন্দুক রেখে মাইনাস ওয়ান ফর্মুলা বাস্তবায়ন করতে চাচ্ছে।’

তিনি বলেন, ‘গতকাল (২৮ জানুয়ারি) নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, খালেদা জিয়ার সাজা নিশ্চিত। অ্যাটর্নি জেনারেল বলেছেন জেলে গিয়েই খালেদা জিয়াকে আপিল করতে হবে। আর সরকারদলীয় মন্ত্রীরা বলেছেন, খালেদা জিয়াকে একদিনের জন্য হলেও জেলে যেতে হবে। এতেই সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, আদালতের রায় কি হবে তারা তা জানেন।’

রিজভী বলেন, ‘আমরা দেখি ৮ ফেব্রুয়ারি এর প্রতিফলন হয় কি না। এমন কিছু হলে জনগণ তা প্রতিহত করবে। জনগণ তা বাস্তবায়ন হতে দেবে না।’

হাজার হাজার মামলা দিয়ে সরকার বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে তড়িঘড়ি করে সাজা দিয়ে নীলনকশা বাস্তবায়নে করছে বলেও অভিযোগ করেন রিজভী।

আরেক প্রশ্নের জবাবে রিজভী জানান, রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সিটি কনভেনশন হলে ৩ ফেব্রুয়ারি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা হবে। সকাল ১০টা থেকে শুরু হয়ে এ বৈঠক বিকাল ৫টায় শেষ হবে।

তিনি বলেন, ‘আমাদের দলের গঠনতন্ত্রের বিধান বলে খালেদা জিয়ার সম্মতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সভা ডেকেছেন। ইতোমধ্যে নির্বাহী কমিটির সবাইকে বৈঠকের নোটিশ দেয়া হয়েছে।’

কাউন্সিলের প্রায় ২ বছর পর হঠাৎ করে কেন বৈঠক ডাকা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, ‘আমরা কী স্বাভাবিকভাবে মিছিল মিটিং করতে পারি? একটা কর্মসূচি পালন করতে গেলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতাকর্মীদেরকে বিভিন্ন দিক থেকে ধরে নিয়ে যায়। এগুলো করতে হলে তো স্বাভাবিক পরিবেশ প্রয়োজন হয়।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম,আবুল খায়ের ভূইয়া, যুগ্ম মহাসচিব হাবীব-উন নবী খান সোহেল প্রমুখ।

Check Also

khaleda_mirja_tareq

যে কারণে ঘুরে দাঁড়াতে পারছে না বিএনপি

টানা ১৫ বছর ক্ষমতার বাইরে বিএনপি। বিভিন্ন সময় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, আন্দোলনের হুমকি দিচ্ছে …

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin