ershad

ভারত থেকে ‘কঠিন পরামর্শ’ আনবেন এরশাদ

ভারত সরকারের বিশেষ আমন্ত্রণে রোববার (২২ জুলাই) দিল্লি যাচ্ছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। জাতীয় নির্বাচনের কয়েকমাস আগে দলের চেয়ারম্যানের এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে জাপার জ্যেষ্ঠ নেতারা।

সফরকালে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন এরশাদ।

এসব বৈঠক থেকে কঠিন পরামর্শ নিয়েই এরশাদ দেশে ফিরবেন, এমনটা বলছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির একজন প্রেসিডিয়াম সদস্য।

ভারত সফরে এরশাদের সঙ্গী হচ্ছেন এই প্রেসিডিয়াম সদস্য।

তিনি সারাবাংলাকে বলেন, ‘ভারত সরকার আমন্ত্রণ জানিয়েছে। আমরা ভারতে যাচ্ছি। আমাদের দলের চেয়ারম্যান ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। ভারত থেকে তিনি পরামর্শ নিয়ে আসবেন। নিশ্চয় তিনি কঠিন পরামর্শ নিয়েই আসবেন।’

জাপার অপর প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় সারাবাংলাকে বলেন, ‘একটি প্রতিনিধি দল ভারতে যাচ্ছে, এর নেতৃত্বে থাকবেন জাপা চেয়ারম্যান। সেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা। আশা করি বৈঠক হবে।’

সবশেষ তথ্যমতে, সফরকালে হুসেইন মুহম্মদ এরশাদের সফরসঙ্গী হিসেবে থাকছেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, মেজর (অব) খালেদ আখতার।

তিনদিনের সফর শেষে ২৫ জুলাই এরশাদ দেশে ফিরবেন।

সারাবাংলা

Check Also

জাতীয় সরকার নিয়ে হঠাৎ আলোচনা কেন?

প্রথমে জাতীয় সরকারের প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin