ভারতীয় সাহায্য নিয়ে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না : জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘ভারতীয়দের সাহায্য নিয়ে বিএনপি কখনোই ক্ষমতায় আসতে পারবে না। বিএনপি ক্ষমতায় আসবে তার জনগণের সমর্থন নিয়ে।’

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডা. এমাজউদ্দিন আহমেদ স্মরণে ‘জাতীয় স্মরণ মঞ্চ’ আয়োজিত নাগরিক শোকসভায় এ কথা বলেন তিনি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এমাজউদ্দিন আহমেদ পরিষ্কারভাবে বিভিন্ন সময় বলেছিলেন, ভারত থেকে সাবধান থাকতে হবে। উনার এই সাবধান বাণীকে সরকার কীভাবে নিলেন, তাদের (ভারতের) একজন রাষ্ট্রপতির মৃত্যুতে তারা একদিনের রাষ্ট্রীয় শোক পালন করলেন।

অথচ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের জন্ম কিংবা মৃত্যুদিবস ভারতে কখনো রাষ্ট্রীয়ভাবে পালিত হয়নি। কতটা পা চাটবেন। আমি বারবার বলেছি, দেশের বিভিন্ন সমস্যা ভারতের সৃষ্টি। চীনারা সোনাদিয়া দ্বীপে সমুদ্রবন্দর করবে বলেছিল, কিন্তু ভারতীয়রা অসন্তুষ্ট হয়েছে, তাই এটা আর হবে না। চীন যারা আমাদের পক্ষে ছিলেন, তারা আমাদের ছেড়ে অন্যদিকে গেলেন। এই জিনিসটা বিভিন্ন সময় এমাজউদ্দিন সাহেব বলেছেন।’

তিনি আরও বলেন, ‘আমি মানববন্ধনে বলেছি, এই প্রণববাবু আমাদের কী কী উপকার করেছেন, তার একটা হিসাব করি। ফেলানি যখন মারা যায়, তার বিচারটা পর্যন্ত তিনি করেননি। তিনি কী বলেছিলেন, ঢাকার ভারতীয় হাইকমিশনের রাস্তাটাকে ফেলানির নামে নাম করা হোক। রাষ্ট্রপতি হিসেবে প্রণববাবু কোনো দিন এসবের প্রতিবাদ করেননি।’

সরকারের উদ্দেশে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘কোনো না কোনো সময় তো পরিবর্তন হবে, তখন আপনাদের ভুল শাসনের, দুঃশাসনের বিচার হলে আপনাদের কত বছরের সাজা হবে?’

‘আজ দেশবাসী চায়, আমরা রাস্তায় দাঁড়াই। আমরা রাস্তায় দাঁড়াতে দেখলে তারা প্রথম দিন, দ্বিতীয় দিন না আসলেও তৃতীয় দিন ঠিকই আমাদের পাশে এসে দাঁড়াবে। তারা আসবে। এই কথাটা প্রধানমন্ত্রী জানেন, কিন্তু তিনি বিশ্বাস করেন না’ যোগ করেন জাফরুল্লাহ।

বিএনপির উদ্দেশে জাফরুল্লাহ বলেন, ‘তরুণদের দিয়ে বিএনপির কাউন্সিল মিটিংটা করান। তারা মার খেয়েছে, তারা রাস্তায় দাঁড়াবে। তাদের স্ট্যান্ডিং কমিটিতে নিতে হবে। এখন খালেদা জিয়ার অবশ্যই কথা বলতে হবে। আজ হাইকোর্ট ঘেরাও দিতে হবে। অন্যদের জামিন হয়। সবার জামিন হয়, ফাঁসির আসামির জামিন হয়, খালেদা জিয়ার জামিন হয় না।’

Check Also

জাতীয় সরকার নিয়ে হঠাৎ আলোচনা কেন?

প্রথমে জাতীয় সরকারের প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin