বেঈমানী কর‌লে বারবার নয়: নেতাদের উ‌দ্দে‌শ্যে খা‌লেদা

নেতাকর্মী‌দের উ‌দ্দে‌শ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ব‌লেছেন, ‘দ‌লের স‌ঙ্গে বেঈমানী কর‌লে একবার ক্ষমা, বারবার নয়, আ‌মি আপনা‌দের স‌ঙ্গে আ‌ছি। আমা‌কে ভয় দে‌খি‌য়ে কোন লাভ হ‌বে না, আ‌মি দে‌শের মানু‌ষের স‌ঙ্গে আ‌ছি, আসুন সকলে মি‌লে এ দেশটা‌কে আমরা রক্ষা ক‌রি।’

শনিবার (০৩ ফেব্রুয়ারি) রাজধানী হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত দলের জাতীয় নির্বাহী কমিটির সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বলেন, নির্বাচন থেকে দূরে রাখতেই মিথ্যা দুর্নীতির মামলা চালাচ্ছে সরকার। এই মামলায় আমার কোনো অপরাধ নেই, গায়ের জোরে বিচার করছে সরকার।

দলীয় নেতাকর্মীদের মতো প্রশাসনকে ব্যবহার করে গুম-খুন-নির্যাতনের মাধ্যমে দেশে ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে সরকার বলেও তিনি মন্তব্য করেন।

ব্রেকিংনিউজ

বাধা আর ধরপাকড় উপেক্ষা করে বিএনপির সভা চলছে

বাধা আর ধরপাকড় উপেক্ষা করে বিএনপির সভা চলছে

গত কয়েক ধরে অব্যাহত ধরপাকড়ের মধ্যেও ক‌মি‌টি গঠ‌নের প্রায় দুই বছর পর প্রথম বা‌রের ম‌তো অনু‌ষ্ঠিত হ‌চ্ছে বিএন‌পির কেন্দ্রীয় নির্বাহী ক‌মি‌টি সভা। শনিবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে শুরু হয়েছে সভাটি।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভাটি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সঞ্চালনা করছেন প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হকের কোরআন তেলাওয়াত করেন। এরপর দোয়া মোনাজাত করা হয়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, নির্বাহী কমিটির বৈঠকে দলের ৭০০ নেতা উপস্থিত আছেন। এর মধ্যে নির্বাহী কমিটির সদস্য ৫০২ জন। স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলার সভাপতিরা অংশ নিচ্ছেন বৈঠকে। নির্বাহী বৈঠকের দুটি অধিবেশন হবে। প্রথমটি উন্মুক্ত, দ্বিতীয় অধিবেশনটি সাংগঠনিক।

আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় ঘোষণাকে সামনে রেখে নির্বাহী বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এতে সাংগঠনিকপর্বে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন খালেদা জিয়া।

এদিকে, লা মেরিডিয়ানের চারপাশে বিপুলসংখ্যক আইনশৃংখলাবাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। এমনকী হোটেলের ভেতরে সাদা পোশাকের সদস্যরাও উপস্থিত রয়েছেন। গোয়েন্দাসংস্থার একটি সূত্র জানায়, কয়েকটি গোয়েন্দা সংস্থার প্রায় শতাধিক কর্মকর্তা নির্বাহী বৈঠকটিকে ফলো করছেন।

বিএনপির নেতাদের অভিযোগ, সভাকে বাধাগ্রস্ত করতে বিএনপি নেতাদের বাসায় বাসায় তল্লাশি ও গ্রেফতার অভিযান চালাচ্ছে পুলিশ। ইতোমধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, মহানগর নাট্য মঞ্চ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন, হোটেল পূর্বাণীতে অনুমতি মেলেনি। বসুন্ধরার রাজদর্শন কনভেনশন হলে বুকিং দিয়ে পরে তারা বাতিল করেন। আমরা বুঝতে পেরেছি যে, তাদেরকে উপর থেকে চাপ দেয়া হয়েছে। সর্বশেষ নিরুপায় হয়ে লা মেরিডিয়ানে সভা করছি। সরকারের সকল বাধা, চক্রান্ত বানচাল করে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে।’

ব্রেকিংনিউজ

Check Also

জাতীয় সরকার নিয়ে হঠাৎ আলোচনা কেন?

প্রথমে জাতীয় সরকারের প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin