করোনার প্রাদুর্ভাবে দিনমজুরদের পাশে ইশরাক

বিশ্বব্যাপী মরণঘাতী করোনাভাইরাসের ভয়াল থাবায় নাকাল রাজধানীর দুস্থ-অসহায়, দিনমজুর এবং খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর গোপীবাগের বাসভবনের সামনে দুস্থ-অসহায়দের মাঝে প্রয়োজনীয় খাবার ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেন তিনি। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের অফিসিয়াল ফেসবুক পেজে এ কার্যক্রমের ছবি শেয়ার করে তিনি বলেন, নগরীর প্রত্যেক ওয়ার্ডে দুস্থদের জন্য পর্যায়ক্রমে এ কার্যক্রম অব্যাহত থাকবে। ত্রাণ কার্যক্রমের পাশাপাশি করোনা মোকাবিলায় ব্যক্তি উদ্যোগে বেশ কিছু পদক্ষেপেরও ঘোষণা দেন তিনি।

বিতরণ করা ত্রাণের মধ্যে রয়েছে- চাল, ডাল, তেল, আলু, মুড়ি, টোস্ট বিস্কুট, সাবান, স্যাভলন, মাস্ক ও হ্যান্ডগ্লাভস।

পরিস্থিতি অনুযায়ী পর্যায়ক্রমে প্রতিদিনই ওয়ার্ডে ওয়ার্ডে দুস্থদের মাঝে ত্রাণ পৌঁছানোর কথাও উল্লেখ করেন তিনি। এ ব্যবস্থাপনা চলবে তার বাবা ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকা স্মৃতি পরিষদের উদ্যোগে। যতদিন পর্যন্ত না স্বাভাবিক অবস্থা ফিরে আসে ততদিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সূত্র: জাগো নিউজ

Check Also

জাতীয় সরকার নিয়ে হঠাৎ আলোচনা কেন?

প্রথমে জাতীয় সরকারের প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin