আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী সাঈদ গণফোরামে

আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাঈদ আজ সোমবার গণফোরামে যোগ দিয়েছেন। দুপুরে গণফোরামের আরামবাগ অফিস থেকে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু প্রথম আলোকে বলেন, ‘আজ দুপুরে আবু সাঈদ আমাদের পার্টি অফিস থেকে ফরম নেন। এখন তিনি ড. কামাল হোসেনের চেম্বারে যাবেন দেখা করতে।’

আবু সাঈদ এবার পাবনা-১ থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র কেনেন, তবে ওই দল থেকে মনোনয়ন পাননি। সেখান থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু। এক-এগারোতে সেনা সমর্থিত সরকারের সময়ে সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত ছিলেন আবু সাঈদ। তিনি ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগের তথ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

গণফোরাম এবার জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচন করবে। সামরিক বাহিনীর সাবেক সদস্যসহ বেশ কয়েকজন ইতিমধ্যে গণফোরামে যোগ দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

Check Also

জাতীয় সরকার নিয়ে হঠাৎ আলোচনা কেন?

প্রথমে জাতীয় সরকারের প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin