kasmir

আলোচনা করেই কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে: পাক প্রধানমন্ত্রী

পাকিস্তান-ভারত সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠছে। দুই দেশই নিজের অবস্থানে অনড় হয়ে আছে।

তবে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই ভারত-পাক সমস্যা মিটবে বলে মনে করেন পাক প্রধানমন্ত্রী শাহিদ খাক্কান আব্বাসি। সোমবার লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে ফিউচার অফ পাকিস্তান ২০১৭ এর মঞ্চে দাঁড়িয়ে এমনটাই জানালেন তিনি।

তাঁর মতে, কাশ্মীরকে কেন্দ্র করেই এই দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধের সূত্রপাত। যতদিন না এই সমস্যার সমাধান হচ্ছে ততদিন এই যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতিরও অবসান ঘটবে না। কাশ্মীরকে কেন্দ্র করেই চলবে দু’পক্ষের গুলির লড়াই কিংবা সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন। কিন্তু পাক প্রধানমন্ত্রীর কথায়, তারা যুদ্ধ চাননা।

আলোচনার মাধ্যমেই সেই সমস্যার সমাধান করতে রাজি তারা। একইসঙ্গে ভারতকেও তিনি আহ্বান জানিয়েছেন শান্তিপূর্ণ আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের জন্য৷

এসময় পাক প্রধানমন্ত্রী আরও বলেন, দুই দেশই কাশ্মীরকে রক্ষা করতে গিয়ে নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে চলছে। কিন্তু নিউক্লিয়ার বোমার ধ্বংস করার ক্ষমতা হয়তো ভয়াবহ।

কিন্তু সেটি কোনও সমস্যার সমাধান হতে পারেনা।
একইসঙ্গে আব্বাসি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের তিক্ত সম্পর্কের একমাত্র কারণ আফগানিস্তান।

Check Also

মুখ ফিরিয়ে নিলেন আত্মীয়স্বজন, হিন্দু বৃদ্ধের সৎকার করলেন মুসলিম যুবকরা

বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মৃত্যু হয় ভারতের বুলন্দশহরের বাসিন্দা রবিশংকরের। অথচ প্রতিবেশীরা মনে করেন করোনা সংক্রমণের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin