Bangladesh vs Zimbabwe Live Test Cricket Live

BAN vs ZIM Live – Bangladesh vs Zimbabwe Live – Test Match 2nd Day Live Streaming on Gazi TV

টসে জিতে ব্যাটিং নিলো জিম্বাবুয়ে

টসে জিতে ব্যাটিং নেওয়ার ইচ্ছা দুই অধিনায়কেরই ছিল। সে ইচ্ছা পূরণ হলো ক্রেগ আরভিনের। টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে জিম্বাবুয়ে। আপাতত সাত ব্যাটসম্যান নিয়ে নামা বাংলাদেশ দলকে ফিল্ডিং নিয়েই ভাবতে হচ্ছে। প্রথম আধা ঘণ্টা স্বপ্নের মতো কেটেছে বাংলাদেশের পেসারদের। প্রথম চার ওভারে কোনো রান হয়নি। ৮ ওভারে মাত্র ১ রান করেছে সফরকারীরা। এর মাঝেই কেভিন কাসুজাকে গালিতে ক্যাচ দিতে বাধ্য করেছেন আবু জায়েদ। দুর্দান্ত ১ বলেই ভেঙেছে উদ্বোধনী জুটি।  

বহুদিন পর স্পিননির্ভর নয়, বরং পেস ও স্পিন মিলিয়ে বোলিং আক্রমণ সাজানোর কথা বলেছে বাংলাদেশ। আজ টেস্টের একাদশে সে ছাপ আছে। পাকিস্তানের বিপক্ষে যেমন তিনজন পেসার খেলানো হয়েছিল, সেটা করা যায়নি। তাই বলে একদম পেসারশূন্য হয়ে বা এক পেসার নিয়েও নামেনি দল। নতুন বল ভাগাভাগি করার জন্য আবু জায়েদ ও ইবাদত আছেন একাদশে। স্পিনের দায়িত্ব তাইজুল ইসলাম ও নাইম হাসানের কাঁধে।

মাহমুদউল্লাহ বাদ পড়ায় ব্যাটিং লাইনআপ নিয়েও খুব একটা ভাবতে হয়নি। পাকিস্তান সফর না করা মুশফিক সে জায়গা নিয়েছেন।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, আবু জায়েদ, ইবাদত হোসেন, তাইজুল ইসলাম, নাঈম হাসান।

জিম্বাবুয়ে দল: প্রিন্স মাসভরে, কেভিন কাসুজা, ক্রেগ আরভিন, ব্রেন্ডন টেলর, টিমাইসেন মারুমা, সিকান্দার রাজা, রেজিস চাকাভা, ডোনাল্ড ট্রিপিয়ানো, ভিক্টর নিয়াওচি, আইনসলে এন্দলোভু, চার্ল্টন শুমা।

বাংলাদেশ VS জিম্বাবুয়ে LIVE – ম্যাচ সরাসরি দেখুন নিচের ভিডিও থেকে

Check Also

অধিনায়কত্ব ছেড়ে দিলেন মাশরাফি

এমনভাবেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। শ্রীলঙ্কার মাটিতে সিরিজের শেষ ম্যাচের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin