মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে নিহত ১০ জনের ৯ জনই হিন্দু ধর্মালম্বী

সদ্য প্রয়াত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিনের কুলখানিতে পদদলিত হয়ে নিহত ১০ জনের মধ্যে ৯ জনই হিন্দু ধর্মালম্বী বলে জানা গেছে।

এছাড়াও আহত হয়েছে আরো অর্ধ-শতাধিক।প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, নগরীর রিমা কমিউনিটি সেন্টারে হিন্দু-বৌদ্ধ ধর্মাবলম্বীসহ অমুসলিমদের জন্য আলাদাভাবে মেজবানের ব্যবস্থা করা হয়। সেখানে দুপুর ১টার পর প্রচণ্ড ভিড় তৈরি হয়।

এক পর্যায়ে হুড়োহুড়ি করে ঢোকার সময় পদদলিত হয়ে কৃষ্ণপদ, সুজিত দাশ, শুভাশিষ তালুকদার, ঝন্টু, রবিন দাশ, উজ্জ্বল চৌধুরী, দুলাল, কনক দাশ, সুমন দাশ ও আশিষ বড়ুয়াসহ ১০ জন নিহত হয়।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুতে আজ চট্টগ্রামের ১৪টি কমিউনিটি সেন্টারে কুলখানি ও মেজবানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহিউদ্দিন চৌধুরী।
শুক্রবার দুই দফা জানাজা শেষে নগরীর চশমা হিল এলাকার কবরস্থানে তাকে দাফন করা হয়।

শীর্ষনিউজ২৪

Check Also

জাতীয় সরকার নিয়ে হঠাৎ আলোচনা কেন?

প্রথমে জাতীয় সরকারের প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin