saki_mash

আগামী সংসদ নির্বাচনে অংশ নেবেন মাশরাফি-সাকিব

দেশসেরা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান। সবার চোখের মণি, ভালোবাসা। মাঠের ক্রিকেটের লড়াই ছাড়িয়ে তাঁরা দুজন এবার রাজনীতির মাঠে।

আগামী সংসদ নির্বাচনে লড়বেন দেশসেরা এই দুই ক্রিকেটার। বিষয়টি নিশ্চিত করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

নড়াইল থেকে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবেন মাশরাফি বিন মোর্তজা। সংসদ নির্বাচনে  অংশ নেবেন সাকিব আল হাসানও। তবে, তিনি কোন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন, নিশ্চিত করে জানাননি পরিকল্পনামন্ত্রী।

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন ৩০ জুলাই

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন ৩০ জুলাই। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এ তিনটি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ১৩ জুন থেকে তফসিল কার্যকর হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২৮ জুন পর্যন্ত। যাচাইবাছাই হবে ১ ও ২ জুলাই। আপিল ও আপত্তি জানানো যাবে ৩ থেকে ৫ জুলাই। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৯ জুলাই। প্রতীক বরাদ্দ হবে ১০ জুলাই।

এ তিনটি নির্বাচনে এমপিরা প্রচারে অংশ নিতে পারবে কিনা—এমন এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আচরণবিধি এখনো সংশোধন হয়নি। সংশোধন হলে তখন বলা যাবে।’

কে এম নুরুল হুদা বলেন, ‘স্থানীয় এমপিরা প্রচারে অংশ নিতে পারবেন না। তবে, অন্য এমপিরা পারবেন।’

এর আগে গত বৃহস্পতিবার কমিশনের সভা শেষে ইসি সচিব হেলালউদ্দিন আহমদ বলেছিলেন, ‘সব এমপি স্থানীয় সরকার নির্বাচনের প্রচারে অংশ নিতে পারবেন।’

Check Also

অধিনায়কত্ব ছেড়ে দিলেন মাশরাফি

এমনভাবেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। শ্রীলঙ্কার মাটিতে সিরিজের শেষ ম্যাচের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin