আগামী ১৪ জানুয়ারি চারদিনের সফরে ঢাকায় আসছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পর প্রথম বিদেশ সফরে বাংলাদেশে আসছেন তিনি।
ভারতীয় এই বাঙালি রাষ্ট্রপতি ও কংগ্রেস নেতা প্রণব মুখার্জি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পরিবারের মাঝে দীর্ঘ দিনের উষ্ন সম্পর্ক রয়েছে। তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারির একতর্ফা নির্বাচন অনুষ্ঠানের সমর্থনে ভারতীয় রাষ্ট্রপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে খবরে প্রকাশ।
রাষ্ট্রপতি থাকা অবস্থায় ২০১৫ সালে প্রণব মুখার্জি বাংলাদেশ সফরে এসেছিলেন এবং তার শ্বশুরবাড়িও যান।। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারত সফরে গিয়ে বিশেষ অতিথি হিসেবে রাষ্ট্রপতি ভবনে অবস্থান করেছিলেন।
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্ত্রী শুভ্রা মুখার্জী ১৯৪৩ সালের ১৭ সেপ্টেম্বর নড়াইল সদর উপজেলার চিত্রাপাড়ের ভদ্রবিলা গ্রামে জন্মগ্রহণ করেন। মা মীরা রানী ঘোষ আর বাবা অমরেন্দ্র ঘোষের আদরের মেয়ে ছিলেন প্রণব পত্নী শুভ্রা ঘোষ।
প্রণব মুখার্জীর সাথে প্রণয়ের পর ‘শুভ্রা মুখার্জী’ হিসেবে পরিচিতি পান তিনি (শুভ্রা )। শুভ্রা মুখার্জী পেশায় ছিলেন অধ্যাপক। গত বছরের ১৮ আগস্ট ভারতের নয়াদিল্লির একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শেষকৃত্যে যোগ দিতে নয়াদিল্লি যান শেখ হাসিনা।
শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে ভারতে আত্মগোপন করে ছিলেন শেখ হাসিনা। তখন দীর্ঘদিন প্রণববাবুর বাড়িতেই ছিলেন তিনি। শুভ্রাদেবীর সঙ্গে তখনই হাসিনার বড় বোন-ছোট বোনের সম্পর্ক তৈরি হয়।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর তার কন্যা শেখ হাসিনা ভারতে নির্বাসিত জীবন কাটান। এসময় তার ছেলেমেয়েরা খালার মতোই দেখতেন শুভ্রাদেবীকে। ১৯৮১ সালের ১৭ মে তিনি দেশে ফিরে আসেন।