মেয়র পদে প্রার্থী হয়েই সংবর্ধনা পাচ্ছেন বিএনপির শাহাদাত!

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন আগামীকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) বন্দর নগরে আসছেন। এ উপলক্ষে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চত্বরে তাকে সংবর্ধনা দেয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

ঢাকা থেকে বুধবার সকাল ৭টা ৪৫ মিনিটে মহানগর প্রভাতী এক্সপ্রেসে ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর ২টা নাগাদ তাকে বহনকারী ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছানোর কথা রয়েছে।

মঙ্গলবার মহানগর বিএনপির সহ-দফতর সম্পাদক ইদ্রিস আলী জাগো নিউজকে বলেন, ‘মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ায় মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে সংবর্ধনা দেয়ার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। চট্টগ্রাম রেলস্টেশন চত্বরে তাকে সংবর্ধনা দেবে নগর বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো। সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রামের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।’

দলীয় সূত্রে জানা গেছে, ডা. শাহাদাত হোসেনকে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর বুধবার প্রথমবারের মতো চট্টগ্রাম আসবেন তিনি। এ আগমনকে সামনে রেখে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো।

চট্টগ্রাম মহানগর বিএনপির সব নেতা, সদস্য, থানা-ওয়ার্ড বিএনপিসহ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের বুধবার দুপুর ১২টার মধ্যে মিছিল সহকারে স্টেশনে উপস্থিত হওয়ার জন্য মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর আহ্বান জানিয়েছেন।

গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে প্রেস ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই ১ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৮ মার্চ। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে ৯ মার্চ।

সূত্র: জাগো নিউজ

Check Also

জাতীয় সরকার নিয়ে হঠাৎ আলোচনা কেন?

প্রথমে জাতীয় সরকারের প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin