বিপিএলের ফাইনালে মাঠে থাকবেন জায়েদ-পরীরা

আগামী ১৫ ডিসেম্বর দেশের ১৭৫টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার মাস্টার মেকার খ্যাত নির্মাতা মালেক আফসারী পরিচালিত সিনেমা ‘অন্তরজ্বালা’। প্রয়াত চিত্রনায়ক মান্নার এক ভক্তের গল্প নিয়ে নির্মিত এ সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছেন জায়েদ খান।

সিনেমার গল্পে পর্দায় এ নায়কের বিপরীতে দেখা মিলবে ঢাকাই সিনেমার এই সময়ের লাস্যময়ী অভিনেত্রী পরীমণিকে। সিনেমাটির ভিন্নধর্মী প্রচারণার জন্য এবার বিপিএল এর ফাইনাল ম্যাচে মাঠে গিয়ে খেলা দেখবেন জায়েদ -পরীরা।

মুক্তির আগেই নানা আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে সিনেমাটি। এছাড়া দিন দিন চলচ্চিত্রপ্রেমীদের প্রত্যাশাও বাড়ছে একে ঘিরে। সে লক্ষে সিনেমাটির ভিন্নধর্মী প্রচারণার জন্য আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচকে বেছে নিয়েছেন ‘অন্তর জ্বালা’র কুশলীরা।

ফাইনাল ম্্যাচে জায়েদ খান ও পরীমনিসহ ছবিটির সকল কুশলী মাঠে উপস্থিত হয়ে সিনেমাটির প্রচারণা চালাবেন বলে জানাযায়।

‘অন্তরজ্বালা’ সিনেমাটিতে জায়েদ-পরী ছাড়াও আরো অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌমিতা, চিকন আলী, বদ্দা মিঠু, মিজু আহমেদ, অমিত হাসান প্রমুখ।

এদিকে, মুক্তির আগেই রেকর্ডসংখ্যক হল বুকিংয়ের খবরে আলোচনায় উঠে এসেছে অন্তরজ্বালা। ছবিটি ১৭৫টি হলে মুক্তি দেওয়ার আশা ব্যক্ত করেছেন পরিচালক নিজেই। মালেক আফসারী জানান, এই হল সংখ্যা আরও বাড়তে পারে।

উল্লেখ্য, মালেক আফসারীর ২৪তম সিনেমাটির (অন্তরজ্বালা) পরিবেশনা করছে প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলি কথাচিত্র।ইতিমধ্যে সিনেমাটির দুটি গান এবং ট্রেইলার ইউটিউবে প্রকাশ করা হয়েছে।

Check Also

ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছ তুমি হৃদয়জুড়ে

৬ই সেপ্টেম্বর। খুব সাদামাটা একটা দিন ছিল যা নিয়ে কারো কোন আগ্রহ ছিল না। এই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin