dhankari

বাংলাদেশের বিপদে সর্বোচ্চ দানকারী যে ব্যক্তি

বাংলাদেশের উপর বয়ে যাওয়া ভয়ঙ্কর ঘুর্নিঝড় সিডরের কথা নিশ্চয় ভুলবে না কেউ। ভয়ঙ্কর এ ঘুর্ণিঝড়ে যখন লণ্ডভণ্ড দেশের দক্ষিণাঞ্চল, চারদিকে লাশের মিছিল, কান্না আর হাহাকার, অন্য বস্ত্র ও চিকিৎসার তীব্র সংকট তখন যেন আল্লাহর পক্ষ থেকে এক দানের সুখবর এল।

খবর এল কোনো এক ব্যক্তি নিজের নাম-পরিচয় গোপন রাখার শর্তে সিডর আক্রান্তদের সহায়তার জন্য ১৩ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় এক হাজার ৪৬ কোটি টাকা) দান করেন।

বাংলাদেশের ইতিহাসে কোনো ব্যক্তির এটিই ছিল সর্বোচ্চ দান। নিশ্চয়ই কৌতূলহ হচ্ছে কে এই মাহ দানবীর? এ কোন স্বার্থে দান করলেন তিনি। যার নাম সূত্র নিউজ কিছুই চান না।

এ কৌতূহল সরকারের শীর্ষ পর্যায়ের কর্তাদেরও। সেই কৌতূহলের জট খুলে দীর্ঘ আট বছর পর।

সঙ্কটে এমন সহায়তাকারী মহান এ দানবীর ছিলেন সৌদি আরবের তখনকার বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ। যিনি ২০১৫ সালের জানুয়ারিতে ইন্তেকাল করেন।

বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে ১৩ কোটি ডলারের দাতা হিসেবে সৌদি আরবের প্রয়াত বাদশাহর নাম প্রথমবারের মতো জানান, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-আইডিবির প্রেসিডেন্ট ড. আহমদ মোহাম্মদ আলী।

২০০৭ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বয়ে যায় ভয়াবহ ঘুর্ণিঝড় সিডর। এতে প্রাণ হারান কয়েক হাজার মানুষ।

সর্ব প্রথম এটি আঘাত হানে দূর্বলারচরে। মূর্হূতেই লণ্ডভণ্ড হয়ে যায় সব। পর্যায় ক্রমে এটি আঘাত হানে বরিশালের সকল উপকূলে। পিরোজপূর, পটুয়াখালী, ভোলা, সাতক্ষীরা, লক্ষীপুর, ঝালকাঠি সহ বাংলাদেশের প্রায় ৩১টি জেলায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য- প্রচণ্ড সে আঘাতে তুলার মত উড়তে থাকে বাড়ি ঘর, গাছ পালা। যেন কিয়ামতের দিনে হাশরের ময়দান।

টেলিভিশন ও বিভিন্ন সংবাদমাধ্যমে সিডরে আক্রান্তদের দুর্দশা ও ক্ষয়ক্ষতির দৃশ্য দেখে কেদেছে বিশ্ববাসী। তেমনি মর্মাহত হয়েছেন সৌদি আরবের তখনকার বাদশাহ আবদুল্লাহ। তার হৃদয়ও কেপে উঠেছিল ব্যথার যন্ত্রণায়।

বাদশা আবদুল্লাহ তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন অসহায়দের জন্য বড় ধরনের সহায়তা করবেন। সেটি জানান আইডিবির প্রেসিডেন্ট ড. আহমেদ মোহাম্মদ আলীকে। সিডর আক্রান্তদের সহায়তায় ১৩ কোটি ডলার দান করতে চান।

ইসলামের শিক্ষা- দান করো এমনভাবে যেন ডান হাত দিলে বাম হাতও না জানে। সেই শিক্ষা থেকেই বাদশা আবদুল্লাহ এ দানের ক্ষেত্রে একটি শর্ত জুড়ে দেন। কে এই অর্থ দান করেছে, তা গোপন রাখতে হবে। কোনোমতেই তাঁর নাম বলা যাবে না।

ড. মোহাম্মদ আলীও নাম-পরিচয় গোপন রাখার আশ্বাস দেন। বাদশা আবদুল্লাহ পরদিনই বাংলাদেশের জন্য পুরো ১৩ কোটি ডলার পৌঁছে দেন আইডিবির কাছে। তিনি ব্যক্তিগত অর্থ-সম্পদ থেকে এই বিপুল পরিমাণ অর্থ দান করেন বাংলাদেশকে।

২০০৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এই বিপুল অর্থ দানকারীর নাম শুধু একজনই জানতেন। তিনি আইডিবির প্রেসিডেন্ট ড. আহমেদ মোহাম্মদ আলী। বাদশাহর অনুরোধ রাখতে গিয়ে কারও কাছে প্রকাশ করেননি তিনি।

তবে গত জানুয়ারি মাসে সৌদি বাদশাহ আবদুল্লাহ মারা যাওয়ার পর আইডিবি প্রেসিডেন্ট প্রথমবারের মতো বাদশাহর ভাই ও সন্তানদের কাছে বিষয়টি খোলাসা করে বলেন, বাংলাদেশে সিডর আক্রান্তদের ১৩ কোটি ডলার সহায়তা দেওয়া অজ্ঞাতনামা ব্যক্তিটি ছিলেন তাদেরই বাদশাহ। সেই অর্থে বাংলাদেশে স্কুল-কাম-শেল্টার হোম নির্মাণ হচ্ছে।

বাদশা আবদুল্লাহর দানের ওই ১৩ কোটি ডলারের মধ্যে ১১ কোটি ডলার দিয়ে উপকূলীয় এলাকায় নির্মাণ করা হয় ১৭৩টি স্কুল-কাম-আশ্রয়কেন্দ্র। বাকি দুই কোটি ডলার দিয়ে সিডর আক্রান্ত কৃষক ও জেলে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের কৃষি উপকরণ সরবরাহে বিনাসুদে ঋণ দেয়া হয়।

উৎসঃ   আওয়ার ইসলাম

নির্বাচনের আগেই দেশে ফিরবেন তারেক রহমান’

আগামী সংসদ নির্বাচনের আগেই বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির ভাইস-চেয়ারম্যান ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘আগামী নির্বাচনের আগেই দেশে ফিরবেন তারেক রহমান। সেই ধরনের পরিস্থিতি এই দেশের মানুষ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তৈরি করবে আমরা এই প্রত্যাশা করি।’

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর কৃষক দল আয়োজিত ‘বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তার বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে’ এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘তারেক রহমান সরকারের নির্যাতনের শিকার। সকল রকম বিধিবিধান ভঙ্গ করে তার উপর নির্মম অত্যাচার করা হয়েছে। প্রধানমন্ত্রী আপনি আপনার আসনে নির্বাচন করেন আর তারেক রহমান তার আসনে নির্বাচন করুক, দেখেন কে কত ভোট পায়। রেফারি থাকবে অন্যজন। আগামী নির্বাচনে এটা আমরা দেখতে চাই। রেফারি হবেন আওয়ামী লীগের সভানেত্রী আর আমাদেরকে নির্বাচন করতে হবে- এমন নির্বাচন বাংলাদেশে আর যদি কেউ স্বপ্নে দেখে থাকেন সেটি হবে না।’

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘আগামী নির্বাচন সময় মতই হবে। আগামী নির্বাচন উৎসবমুখর পরিবেশেই হবে। সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণও করবে। কিন্তু শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বে আবারও ২০১৪ সালের ৫ জানুয়ারি মার্কা নির্বাচন হবে- এটা যদি আওয়ামী লীগ ভুলে যায় তাহলে ভাল হবে। তাদের জন্যও ভাল, দেশের জন্যও ভাল, গণতান্ত্রিক বিধি ব্যবস্থার জন্যও ভাল।’

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান যতদিন বাংলাদেশে ছিলেন ততদিন কেন্দ্রীয় ব্যাংকে কখনও চুরি হয়নি, কোন ব্যাংকের টাকা কেউ চুরি করতে পারে নাই। তিনি যতদিন দেশে ছিলেন দেশে গুম, খুন অপহরণ হয় নাই। তারেক রহমান দেশে থাকা অবস্থায় বিরোধী দল সভা-সমাবেশ করতে পারতো, সরকারের সমালোচনা করতে পারতো, কোন রকম বাঁধা বিপত্তি ছিল না। সে জন্য তারেক রহমানকে আমরা বলি গণতান্ত্রিক বিধি ব্যবস্থার আশির্বাদ।’

আয়োজক সংগঠনের সভাপতি নাসির হায়দারের সভাপতিত্বে এবং কৃষক দলের সহ-দফতর সম্পাদক সাদির সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুর কাদের গণি চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন মাস্টার, আবু নাসের মো. রহমত উল্লাহ, কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক তকদির হোসেন মো. জসিম, কৃষক দলের কেন্দ্রীয় নেতা মাইনুল হোসেন, জিনাপের সভাপতি মিয়া. মো. আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, শাহবাগ থানা কৃষক দলের সভাপতি এম. জাহাঙ্গীর আলম, বংশাল থানার সভাপতি আব্দুর রাজী, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাব হোসেন প্রমুখ।

ব্রেকিংনিউজ

আগামী নির্বাচনেও আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিবে?

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া দু’টি মামলার বিচার প্রক্রিয়া শেষ পর্যায়ে। জিয়া অরফানেজ ট্রাস্টে ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টে দুর্নীতির অভিযোগের মামলার রায় হবার সময় কাছাকাছি এসে গেছে। এই পৃথক দুই মামলার আসামিদের আত্মপক্ষ সমর্থনে বক্তব্যের পর সাফাই সাক্ষী ও যুক্তিতর্ক। তারপরই রায়।মামলার প্রধান আসামি বেগম খালেদা জিয়া।

রায়ে তাঁর সাজা হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কোন কৌশল অবলম্বন করবে তা নিয়ে নানা বিচার বিশ্লেষণ চলছে। তাঁর দলের পক্ষে এ বিষয়ে কেউ মুখ খুলছেন না। তবে বিশিষ্টজনদের মতে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অবর্তমানে তাঁর স্ত্রী ডা. জোবায়দা রহমান আসার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষণও এ রকম ইঙ্গিতই দিচ্ছে। পরিচ্ছন্ন ভাবমূর্তির জন্য দলে ডা. জোবায়দা রহমানের গ্রহণযোগ্যতাও রয়েছে।

দলে ভাঙন ধরাতে একটি প্রক্রিয়া চলমান আছে। বিএনপি জোটকে দুর্বল করার পরিকল্পনাও যুক্ত হতে পারে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সেটা আরো জোরালো সংকট হয়ে দেখা দিতে পারে দলটির জন্য। সম্প্রতি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘খালেদা জিয়ার সাজা হলে নির্বাচনে যাবে না বিএনপি।’

আর খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম তো এ ব্যাপারে স্পষ্টই বলেছেন, ‘খালেদা জিয়ার সাজা হলে বিএনপি দুই-তিনভাগে বিভক্ত হবে। সব ভাগই পৃথক পৃথকভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে।’মন্ত্রীদের এ ধরনের কথাবার্তায় বিএনপি কিসের আভাস পাচ্ছে এবং কি হতে চলেছে সেদিকেই মাথা ঘামাচ্ছেন রাজনীতির মানুষজন। বিএনপি নেতা-কর্মীরা চেয়ে আছে হাইকমান্ড থেকে দিকনির্দেশনা পাওয়ার আশায়।

বাংলাদেশের রাজনীতিতে ভারসাম্য রক্ষার একদিকে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ; অন্যদিকে বেগম জিয়া। মামলা, নির্যাতন,দমন-পীড়নে বিএনপি কিছুটা নিস্তেজ হয়ে পড়েছে। আন্দোলন-সংগ্রাম করে আওয়ামী লীগকে টলানোর পরীক্ষায় বিগত সংসদ নির্বাচনের আগে সফল হতে পারে নাই বিএনপি। ভবিষ্যতে পারার পথও নানা কারণ ও সংকটে বিপদ সঙ্কুল।

খালেদা জিয়ার মামলার অন্যতম আইনজীবী বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এরকম আশঙ্কাই প্রকাশ করেছেন। তিনি এ প্রসঙ্গে বলেছেন, ‘বিএনপি চেয়াপারসনের মামলার কার্যক্রমের গতিপ্রবাহ দেখে মনে হচ্ছে সরকার একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন করে কোনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ’

তাহলে? তারেক জিয়া প্রবাসে। খালেদা জিয়া ও সিনিয়র নেতাদের অনেকের মাথার ওপর মামলার খড়গ ঝুলছে। তাঁরা নির্বাচনের অযোগ্য হলে বিএনপি আগামী নির্বাচনে কেন, কিভাবে অংশ নিবে? সহায়ক সরকারের দাবি নিয়ে তাদের অটল অবস্থান শেষ পর্যন্ত আন্দোলনের ইস্যু বা হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। রাজনীতির গতিপ্রকৃতি পর্যবেক্ষণে ধারাবাহিক ধারণাসূত্র সে কথাই বলে। তাহলে নির্বাচনকে ঘিরে জনপদ আবারও রক্তাক্ত হবার আশঙ্কা বাদ দিলেও উপসংহার কী বলে? মহাজোট আগামী নির্বাচনেও ফাঁকা মাঠে গোল দিবে?

purboposhchim

Check Also

জাতীয় সরকার নিয়ে হঠাৎ আলোচনা কেন?

প্রথমে জাতীয় সরকারের প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin