bnp-flag

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ৪৮ প্রার্থী চূড়ান্ত

দেশের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং মেয়াদ শেষের নির্বাচনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থীদের মনোনয়ন দিয়েছে বিএনপি। এর আগে দলীয় মনোনয়ন পেতে তৃণমূল নেতাদের সুপারিশসহ এসব প্রার্থী কেন্দ্রে আবেদন করেন।

আবেদন যাচাই-বাছাই শেষে বুধবার (২৩ সেপ্টেম্বর) ৪৮ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। তাদের মধ্যে ইউপি চেয়ারম্যান পদে ৩৭, উপজেলা চেয়ারম্যান পদে আট, উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে (পুরুষ) দুই এবং উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে (মহিলা) একজন রয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, যারা মনোনয়ন পেয়েছেন তাদের সবার নাম দেয়া সম্ভব হয়নি। তবে অধিক সংখ্যক প্রার্থীর তালিকা দেয়া হলো।

মনোনয়ন প্রাপ্তদের তালিকা

উপজেলা চেয়ারম্যান : মো. মকলেছুর রহমান, উপজেলা-মান্দা, জেলা নওগাঁ। মো. নুর উন নবী, উপজেলা-যশোর সদর, জেলা যশোর। মো. আব্দুল মজিদ, উপজেলা-পাইকগাছা, জেলা খুলনা। মো. মতিয়ার রহমান খান, উপজেলা-শরণখোলা, জেলা-বাগেরহাট। মো. নরুল হক আফিন্দী, উপজেলা-জামালগঞ্জ, জেলা সুনামগঞ্জ। মো. আবদুস শুক্কুর পাটোয়ারী, উপজেলা- মতলব দক্ষিণ, জেলা- চাঁদপুর। নাদীরা আক্তার, উপজেলা- শিবচর, জেলা মাদারীপুর। মো. সাইফুল আলম, উপজেলা-দাউদকান্দি, জেলা কুমিল্লা।

উপজেলা ভাইস-চেয়ারম্যান : রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা-দিনাজপুর সদর, জেলা দিনাজপুর। ফরিদা ইয়াছমিন, উপজেলা-দাউদকান্দি, জেলা কুমিল্লা। রুহুল আমিন, উপজেলা-দাউদকান্দি, জেলা কুমিল্লা।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান : সোহরাব হোসেন মীর, ইউনিয়ন- বড়িবাড়ি, উপজেলা-ইটনা, জেলা-কিশোরগঞ্জ। আফজাল হোসেন, ইউনিয়ন লক্ষ্মীপাশা, উপজেলা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট। মো. আব্দুর রফ আল মামুন, ইউনিয়ন-সাদীপুর, উপজেলা-ওসমানীনগর, জেলা-সিলেট। আসকার আলী, ইউনিয়ন-সাচার, উপজেলা-কচুয়া, জেলা- চাঁদপুর। মো. অলি উল্যা, ইউনিয়ন-ইছাপুর, উপজেলা- রামগঞ্জ, জেলা লক্ষ্মীপুর। মো. ইয়াকুব, ইউনিয়ন-সুয়াবিল, উপজেলা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম। মো. আসিফ আকতার, ইউনিয়ন- হারামিয়া, উপজেলা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রাম। মো. সুফি মিয়া, ইউনিয়ন-মির্জাপুর, উপজেলা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার। পারভেজ হোসেন চৌধুরী, ইউনিয়ন-শাহজাহানপুর, উপজেলা-মাধবপুর, জেলা- হবিগঞ্জ। মো. পারভেজ হোসেন, ইউনিয়ন- আদ্র, উপজেলা-বরুড়া, জেলা- কুমিল্লা। মাসুদ করিম, ইউনিয়ন -মেহের দক্ষিণ, উপজেলা-শাহরাস্তি, জেলা-কুমিল্লা। মো. সেলিম সরকার, ইউনিয়ন – সুলতানাবাদ, উপজেলা – মতলব উত্তর, জেলা – চাঁদপুর। মো. আক্তার হোসেন, ইউনিয়ন- জহিরাবাদ, উপজেলা- মতলব উত্তর, জেলা – চাঁদপুর। মোস্তফা কামাল, ইউনিয়ন-গেইট উত্তর, উপজেলা-কচুয়া, জেলা-চাঁদপুর। নজরুল ইসলাম ভুইঁয়া, ইউনিয়ন – কেরোয়া, উপজেলা – রায়পুর, জেলা-লক্ষ্মীপুর। তোফায়েল আহমেদ, ইউনিয়ন- চন্দ্রগঞ্জ, উপজেলা-সদর, জেলা- লক্ষ্মীপুর। জয়নাল আবেদিন, ইউনিয়ন- নানুপুর, উপজেলা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম। মো. আবু নাসের চৌধুরী, ইউনিয়ন-আধুনগর, উপজেলা-লোহাগড়া, জেলা-চট্টগ্রাম। মো. খোরশেদ আলম শিকদার, ইউনিয়ন- লোহাগড়া, উপজেলা-লোহাগড়া, জেলা-চট্টগ্রাম।

Check Also

জাতীয় সরকার নিয়ে হঠাৎ আলোচনা কেন?

প্রথমে জাতীয় সরকারের প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin