সিলেট, কেন্দ্র-১১৪ নৌকা -৭৬১৮৬, ধানের শীষ-৭৭৫৩৭

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন। মোট ১৩৮ কেন্দ্রের কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে এ এইচ এম খায়রুজ্জামান লিটন পেয়েছেন ১৬৬৩৯৪ ভোট।

অন্যদিকে বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৮৪৯২ ভোট। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রাজশাহী সিটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন; যার মধ্যে পুরুষ ১ লাখ ৫৬ হাজার ৮৫ জন ও নারী ১ লাখ ৬২ হাজার ৫৩ জন। তবে পুরুষের চেয়ে এখানে নারী ভোটার বেশি।

এদিকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান নৌকা প্রতীক নিয়ে এগিয়ে আছেন। মোট ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১০৫ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৭০৮৯৪ ভোট। অন্যদিকে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬৯৬৭৩ ভোট। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সিলেট সিটিতে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ৪৪৪ জন এবং নারী ভোটার এক লাখ ৫০ হাজার ২৮৮ জন।

এছাড়া বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নৌকা প্রতীক নিয়ে এগিয়ে আছেন। মোট ১২৩ কেন্দ্রের মধ্যে ৯৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ পেয়েছেন ৯৫৪৪০ ভোট। অন্যদিকে বিএনপির মেয়র প্রার্থী মো. মজিবর রহমান সরোয়ার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১২৭৬৭ ভোট। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বরিশাল সিটিতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন; যার মধ্যে পুরুষ ১ লাখ ২১ হাজার ৪৩৬ জন ও নারী ১ লাখ ২০ হাজার ৭৩০ জন। তবে এ সিটিতে পুরুষ ভোটার বেশি।

সোমবার সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের কারচুপি, কেন্দ্র দখল, জাল ভোট, প্রভাব বিস্তার ও ভোটদানে বাধা দেয়ার অভিযোগ তুলে বরিশাল সিটি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, বাসদ ও সিপিবি’র মেয়র প্রার্থীরা।

Check Also

জাতীয় সরকার নিয়ে হঠাৎ আলোচনা কেন?

প্রথমে জাতীয় সরকারের প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin