kader_01

সামনে বিএনপির বড় বিপদ: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সত্য যতই অপ্রিয় বা কঠিন হোক তা সব সময় সত্য। বিএনপি ঘটনা ক্রমে মুক্তিযোদ্ধার দল। সামনে নির্বাচন, বিএনপির নেতাকর্মীদের নামে মামলা আছে। আরো মামলা হবে। পাপ কখনো বাপকে ছাড়ে না। তারা যাই বলুক না কেন সমানে তাদের বড় বিপদ।’

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনীতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন বলে যে অভিযোগ ফখরুল করেছেন আদালতে তারা যদি তা প্রমাণ করতে না পারে তবে তাদের শাস্তির আওতায় আনা হবে।’

কাদের বলেন, ‘দুর্নীতি করলে বিচারের আওতায় আনা হবে। ক্ষমা চেয়ে কেউ পার পাবে না। আমাদের নেত্রী যদি কোন ভুল বলে থাকে তাহলে বিএনপিকে তা প্রমাণ করতে হবে। প্রধানমন্ত্রী তথ্য প্রমাণ দেয়ার পরও কেন তাদের গাত্রদাহ শুরু হয়েছে। যদি কিছু জানার থাকে দুর্নীতি কমিশনে কেন আসেন না? সেখানে গিয়ে জানান।

আপনাদের দুর্নীতি কোথায় কোথায় রয়েছে। ’জিয়া পরিবারের দুর্নীতি তদন্ত করার জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আহবান জানিয়ে কাদের বলেন, ‘জিয়া পরিবারের দুর্নীতির বিষয় প্রমাণিত। তাদের দুর্নীতি নতুন করে প্রমাণ করার কিছু নেই। এসব দুদককে তদন্ত করে বিচারের আওতায় আনার আহবান জানাচ্ছি।’

মন্ত্রী বলেন, ‘সৌদি আরব, কাতারসহ ১২টি দেশে জিয়া পরিবারের ১২ বিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে। আমেরিকা আদালতে প্রমাণ হয়েছে প্যারাডাইস পেপার কোম্পানিতে তারেকের ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মহিবুল হাসান চৌধুরী নওফেল,

দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

ব্রেকিংনিউজ

Check Also

khaleda_mirja_tareq

যে কারণে ঘুরে দাঁড়াতে পারছে না বিএনপি

টানা ১৫ বছর ক্ষমতার বাইরে বিএনপি। বিভিন্ন সময় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, আন্দোলনের হুমকি দিচ্ছে …

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin