sayid_khokon

সাঈদ-মুরাদ দ্বন্দ্বই সভায় ময়লার স্তূপ!

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের দ্বন্দ্ব আরো তীব্রতর হলো।

মগবাজার ফ্লাইওভার উদ্বোধনের সময় সংঘর্ষ, জাতীয় চার নেতা হত্যা দিবসের অনুষ্ঠানের হাতাহাতির পর আজ বৃহস্পতিবার সকালে দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভাস্থলের রাস্তায় ময়লা ফেলে আটকে দেওয়ার ঘটনা ঘটেছে।

শাহ আলম মুরাদের দাবি, এটি সিটি করপোরেশন করেছে। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘আপনারা যেমন দেখছেন, আমরাও তাই দেখছি। ময়লা ফেলে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।’

কারা করেছে জানতে চাইলে মুরাদ বলেন, ‘এটা সিটি করপোরেশনের কাজ-কারবার। যার ওয়ার্ড সে বলতে পারবে।’

এদিকে আজিমপুরের বাসিন্দা প্রত্যক্ষদর্শী আজমল হক বলেন, ‘ফজরের নামাজে যাওয়ার সময় দেখলাম সিটি করপোরেশনের গাড়ি ময়লা ফেলছে।’

আজকের সভা প্রাঙ্গণের অদূরের চা বিক্রেতা রবিউল আলম বলেন, ‘আমি যখন দোকান প্রস্তুত করি, তখন সিটি করপোরেশনের গাড়ি ময়লা ফেলে যাচ্ছে।’

তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেন মেয়র সাঈদ খোকন। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘এই কাজটি কোনোভাবেই সিটি করপোরেশন করতে পারে না। যদি কেউ করে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সকাল সাড়ে ১০টায় আজিমপুর পার্ল হারবার কমিউনিটি সেন্টারে ওই বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ও বিশেষ অতিথি হিসেবে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের উপস্থিত থাকার কথা।

সকাল থেকেই নেতাকর্মীরা এসে ওই কমিউনিটি সেন্টারের সামনের রাস্তায় ময়লার বড় স্তূপ দেখতে পান। ধারণা করা হচ্ছে, তিন-চার গাড়ি ময়লা এই রাস্তায় ফেলা হয়েছে।

পরে দক্ষিণের নেতাকর্মীরা ময়লার স্তূপ কিছুটা সরিয়ে ওই কমিউনিটি সেন্টারে প্রবেশ করেন। এখন সভা চলছে।

এ বিষয়ে ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘আমরা এটার সত্যতা যাচাই করে দেখব। যদি সত্য হয়, সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যারা ক্ষমতার রাজনীতি করে, রাজনীতি থেকে লাভবান হতে চায়, আওয়ামী লীগে তাদের স্থান হবে না। আমরা চাইব নেতারা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের যে সাফল্য হয়েছে, তা জনগণের সামনে তুলে ধরবে, দলের জন্য কাজ করবে।’

এনটিভি

দীপু মনি-কামরুলের অনুষ্ঠানস্থলে ‘রহস্যজনক’ ২ ট্রাক ময়লা!

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অনুষ্ঠানস্থলের সামনে গভীর রাতে দুই ট্রাক ময়লা ফেলেছে অজ্ঞাত ব্যক্তিরা।অনুষ্ঠানের জন্য নির্ধারিত রাজধানীর আজিমপুর পার্ল হারবার কমিউনিটি সেন্টারের সামনে বুধবার রাতে স্তূপাকারে ময়লা ফেলা হয়।এ কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার সকাল ১০টায় সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করেছিল লালবাগ থানা আওয়ামী লীগ।

এতে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনিকে প্রধান অতিথি এবং খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে বিশেষ অতিথি করা হয়।শাহে আলম মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন, ‘আমরা সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছি।

কিন্তু সিটি করপোরেশনের ময়লা কারো না কারো ইন্ধনে এখানে ফেলা হয়েছে। কারো ইন্ধন ছাড়া এখানে ময়লা ফেলতে সাহস পাবে না কেউ।’অন্যদিকে মেয়র খোকনের সমর্থক হিসেবে পরিচিত মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি আবু আহমেদ মান্নাফি বলেন, ময়লার মালিক তো আর আমি না। অনেক সময় গাড়ির সঙ্কট থাকে। অনেক জায়গায় ময়লা জমে থাকে। হয়ত সরিয়ে নিয়ে যাবে।

আসলে তারা বিরোধিতা করার জন্য বিরোধিতা করে।এদিকে পরিচ্ছন্ন কমিউনিটি সেন্টারের সামনে রাতের বেলায় দুই ট্রাক ময়লা ফেলে যাওয়ার পর থেকেই দুর্গন্ধে কেউ সেখানে দাঁড়াতে পারছে না।এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের কাছে জানতে চাইলে তিনি যুগান্তরকে বলেন, আমি এ বিষয়ে এখনও কিছু জানি না। অফিসে যাচ্ছি, গিয়ে খোঁজ নিতে হবে।’

অন্যদিকে পাশেই ভিকারুন্নিসা স্কুলের আজিমপুর শাখা, আর ময়লার পচা গন্ধে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।সকালে অনুষ্ঠানস্থলে এসে ময়লার স্তূপ দেখে ক্ষোভে ফেটে পড়েন আওয়ামী লীগ নেতারা। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আজিমপুর কমিউনিটি সেন্টারের দলীয় কর্মসূচি ছিল পূর্বনির্ধারিত। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এই কর্মসূচি হওয়ার কথা। কিন্তু সকালবেলা এসে দেখি কমিউনিটি সেন্টারের সামনেই বিশাল ময়লার স্তূপ পড়ে আছে।

আ’লীগ নেতাকর্মী বলছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে।তাদের অভিযোগ, মহানগর আওয়ামী লীগের দলীয় কোন্দলের অংশ হিসেবেই প্রতিপক্ষ একটি গ্রুপ সেখানে পরিকল্পিতভাবে ময়লার স্তূপ রেখে গেছে।কমিউনিটি সেন্টারের নিরাপত্তাকর্মী মো. জসীম বলেন, রাত সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ি এসে ময়লা ফেলে গেছে।

jugantor

Check Also

জাতীয় সরকার নিয়ে হঠাৎ আলোচনা কেন?

প্রথমে জাতীয় সরকারের প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin