dudu

‘সরকার বোকার স্বর্গে বাস করছে’

বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন বাতিল করে সরকার যদি মনে করে, তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে।’

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে সদ্য কারামুক্ত ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান ও সহ-অর্থ বিষয়ক সম্পাদক আশরাফুল আলম ফকির লিঙ্কনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তিনি এ কথা বলেন। রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে এ অনুষ্ঠান হয়।

শামসুজ্জামান দুদু বলেন, ‘একজন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী- তার সুস্থতা, অসুস্থতা, সুবিধা -অসুবিধা এবং হরতালের সময় তার নিরাপত্তার বিষয় বিবেচনা না নিয়ে যখন আমরা দেখি; তার জামিন বাতিল হয়েছে তখন আমরা বিস্মিত হই। এক্ষেত্রে ছাত্র সমাজ গর্জে উঠবে বলে আমার বিশ্বাস। সে অপেক্ষায় জাতি।’

তিনি বলেন, ‘এদেশের ছাত্র সমাজ সকল অন্যায়ের বিরুদ্ধে সব সময় প্রতিবাদী ভূমিকা পালন করেছে। তার জলন্ত প্রমাণ হচ্ছে বায়ান্নোর ভাষা আন্দোলন। বায়ান্নোর ভাষা আন্দোলনে রক্তের বিনিময়ে তারা মায়ের ভাষা রক্ষা করেছে। ছাত্র সমাজ আইয়ূবের স্বৈরশাসনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ জানায়।’

দুদু বলেন, ‘৬২ এর ছাত্র আন্দোলনে দেশের ছাত্র সমাজ জাতির মুখ উজ্জল করেছে। গণতান্ত্রিক আন্দোলনের স্বপক্ষে ভূমিকা পালন করেছে। ৬৯ এর গণঅভ্যুত্থান মাইলফলক। আইয়ূবের স্বৈরাতন্ত্রের ভিতকে তারা তছনছ করে দিয়েছে। ৭১ এর মুক্তিযুদ্ধে নিজের বুকের রক্ত ঢেলে দিয়েছিল এদেশের ছাত্র যুব-সমাজ। পরবর্তীতে এদেশে যত স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল, সকল আন্দোলনের সুতিকাগার হলো ছাত্র সমাজ।’

বিএনপির এই নেতা বলেন, ‘এদেশের ছাত্রসমাজ গণতন্ত্র,স্বাধীনতার স্বপক্ষের শক্তিতে নিবেদিত। তাদেরকে জেলে রেখে কোনো সরকার এদেশের গণতান্ত্রিক আন্দোলনকে ধ্বংস করবে, মাটিচাপা দিবে, পাশ কাটাবে এটা অসম্ভব। এরই ধারাবাহিকতায় বর্তমানে যে গণতন্ত্রের সংগ্রাম চলছে, আন্দোলন চলছে তার নতুন শক্তি ছাত্র সমাজ এখনো ভূমিকা পালন করছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি শামসুল আলম তোফা, টাঙ্গাইল জেলা বিএনপির কোষাধ্যক্ষ মাইনুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, আব্দুল করিম সরকার, শরিফুল ইসলাম শরিফ, জাহিদুল ইসলাম জাহিদ, ইকবাল হোসেন আকন্দ, মহিউদ্দিন রাজু, নাজমুল ইসলাম, খন্দকার মো আল আমিন, জাহিদ ইসলাম শাকিল, ওলি আহমেদ, আমিনুর রহমান, আল আমিন শুভ, শাহিনুর রহমান শাহিন, সোহানুর রহমান সোহান, নাশিদ আলম, মোশকাত শরিফ।

ব্রেকিংনিউজ

Check Also

জাতীয় সরকার নিয়ে হঠাৎ আলোচনা কেন?

প্রথমে জাতীয় সরকারের প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin