যুবলীগ ও আ.লীগ নেতার গুদাম থেকে ৫০৪ বস্তা চাল উদ্ধার

জামালপুরে পৃথক ৩টি গুদাম থেকে ৫০৪ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িত ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতিসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমীন জানান, শনিবার সকালে এনএসআই এর গোপন সংবাদের ভিত্তিতে সদরের নরুন্দি বাজার এলাকায় ওএমএস ডিলার তোফাজ্জল হোসেনের গুদামে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় তার গুদাম থেকে অবৈধভাবে রাখা ১২৬টি বস্তায় ৭ হাজার ৪৪০ কেজি চাল জব্দ করা করে ওই ডিলারকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটক ওএমএস ডিলার তোফাজ্জল হোসেন তুলশীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

অপরদিকে, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে একই বাজারে উপজেলা যুবলীগের সদস্য রানা মিয়া খোকার গুদামে অভিযান চালিয়ে ২১৬ বস্তা ওএমএস এর সরকারি চাল জব্দ করে পুলিশ।

এর আগে শুক্রবার রাতে এনএসআই’র গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলা বাজারে ওএমএস এর ১৬৬টি বস্তায় ৫ হাজার কেজি চালসহ নুর কালাম নামে এক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

Check Also

জাতীয় সরকার নিয়ে হঠাৎ আলোচনা কেন?

প্রথমে জাতীয় সরকারের প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin