world_cup_football

বিশ্বকাপ ফুটবল : কোন গ্রুপে আর্জেন্টিনা-ব্রাজিল?

বিশ্বকাপ ফুটবল-২০১৮ এর ড্র অনুষ্ঠিত হয়েছে। আটটি গ্রুপে ভাগ করা হয়েছে ৩২টি দলকে। ১৪ জুন স্বাগতিক রাশিয়া বনাম সৌদি আরবের ম্যাচ দিয়ে শুরু হয়ে ফুটবল যুদ্ধ। একই গ্রুপে পড়েছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও পর্তুগাল। এছাড়া অন্য গ্রুপগুলো মোটামুটি শক্তির ভারাসাম্য অনুযায়ীই পড়েছে লটারিতে।

গ্রুপ এ : রাশিয়া, সৌদি আরব, উরুগুয়ে, মিসর
গ্রুপ বি : পর্তুগাল, স্পেন, মরোক্কো, ইরান

গ্রুপ সি : ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু, ডেনমার্ক
গ্রুপ ডি : আর্জেন্টিনা, আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া

গ্রুপ ই : ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া
গ্রুপ এফ : জার্মানি, মেক্সিকো, সুইডেন, দক্ষিণ কোরিয়া

গ্রুপ জি : ইংল্যান্ড, বেলজিয়াম, তিউনিসিয়া ও পানামা
গ্রুপ এইচ : পোল্যান্ড, সেনেগাল, কলম্বিয়া ও জাপান

প্রতিটি গ্রুপের সেরা দুই দল যাবে দ্বিতীয় রাউন্ডে।

লক্ষ্য একটাই- বিশ্বকাপ

আবার দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল। গতকাল হয়ে গেল এর ড্র। বিশ্বকাপের প্রসঙ্গ এলেই সামনে আসে পাঁচবারের ট্রফি জয়ী ব্রাজিলের গত আসরের সেমিতে জার্মানির কাছে ৭-১ গোলে হারের কাহিনী, যা তাদের সম্মানকে মাটিতে নামিয়ে এনেছিল। এরপর অবশ্য তারা অলিম্পিক গেমস ফুটবলের স্বর্ণ জিতেছিল। এখন তারা ফিফা র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করলেও কিছু দিন আগেও ছিল এক নম্বরে। দেশটির বিশ্বখ্যাত ফুটবল তারকা নেইমারের মন্তব্য, ২০১৮ রাশিয়া বিশ্বকাপে আমার ও ব্রাজিলের লক্ষ্য শিরোপায় হাত ছোঁয়ানো।

২০১৪ সালে নিজ দেশে অনুষ্ঠিত বিশ্বকাপের শিরোপা না পাওয়ার জ্বালা মেটাতে আসন্ন বিশ্বকাপ জয়ের জন্য সব কিছুই করবেন বলে জানিয়েছেন ব্রাজিলীয় ফুটবল সুপার স্টার নেইমার। নিজেদের মাটিতে আয়োজন করার কারণে ২০১৪ সালের বিশ্বকাপ ব্রাজিলেই থাকবে বলে আশা করা হলেও টুর্নামেন্টের সেমিফাইনালে চ্যাম্পিয়ন জার্মানির কাছে লজ্জাজনক হারে বিদায় নেয় ব্রাজিল। ঘটনাটি গোটা ব্রাজিল তথা ফুটবল বিশ্বে শোকের ছায়া ফেলে। তবে এবারের বাছাইপর্বে ল্যাতিন জোন থেকে সবার ওপরে থেকে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে কোচ তিতের অনুসারীরা। এখন রাশিয়া থেকেই এই শিরোপা ছিনিয়ে আনতে চায় দলটি।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে একটি মাত্র ম্যাচে পরাজিত হয়েছে ব্রাজিল। দলের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা নেইমারের আত্মবিশ্বাসও এখন সর্বোচ্চ পর্যায়ে। ফিফা ডট কমকে তিনি বলেন, ‘বিশ্বকাপের পর দুই তিন বছর আগের তুলনায় ব্রাজিলের বর্তমান দলটির প্রতি অন্য দলগুলোর সমীহ বেশি। মানুষ এখন আমাদের আলাদা চোখে দেখছে। আবারো ব্রাজিলের প্রতি সমর্থন এবং সম্মানবোধ ফিরে এসেছে। দর্শকেরা এখন আমাদের খেলা দারুণভাবে উপভোগ করছে। এসব ঘটনা আমাদেরকে অনেক আনন্দ দিচ্ছে। আমাদের সমর্থক এবং দেশবাসীর মনোভাব এখন পরিবর্তন হয়ে গেছে।’

নেইমার বলেন, ‘আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে সবাই এখন বেশ প্রত্যয়ী। তারা এখন আনন্দচিত্তে বিশ্বকাপের দিকে তাকিয়ে আছে।

গত বিশ্বকাপ ছিল নেইমারের জন্য অত্যন্ত বেদনাদায়ক। পিঠের ইনজুরির কারণে তাকে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হয়েছিল। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার মোকাবেলা করার সময় প্রতিপক্ষ দলটির ফুটবলার হুয়ান জুনিগা হাঁটু দিয়ে নেইমারের পিঠে আঘাত করলে গুরুতর ইনজুরিতে পড়েন তিনি। ম্যাচে অবশ্য ২-১ গোলে জয়লাভ করে ব্রাজিল।

নেইমার বলেন, ‘এটি ছিল বিস্ময়কর ঘটনা। যে কারণে আমি আমার মতো করে বিশ্বকাপ শেষ করতে পারিনি। নিজ মাঠে দলকে চ্যাম্পিয়ন করাতে চেয়েছিলাম; কিন্তু আমি জিততেও পারিনি, হারতেও পারিনি। বিশ্বকাপ শেষ করা হয়নি আমার।। অপ্রত্যাশিতভাবে আমার টুর্নামেন্টটি শেষ হয়েছে একটি গুরুতর ইনজুরি নিয়ে। এ জন্য আমাকে যথেষ্ট ভুগতে হয়েছে।’

পিএসজি সুপার স্টার বলেন, ‘ওই সপ্তাহটি ছিল আমার জন্য খুবই বাজে। আমি প্রচুর কেঁদেছি এবং নিজেকেই প্রশ্ন করেছি কেন এমনটি হলো। তবে আপনার মানতে হবে, জীবনের এসব ঘটনাই আপনাকে আরো সুদৃঢ় করে তুলবে। হয়তো ওই সময়ের জন্য আপনি ব্যর্থ হয়েছেন কিংবা কিছু অর্জন করতে পারেননি; কিন্তু পরে আরো ভালো ভবিষ্যৎ গঠনে সেখান থেকে নেয়া শিক্ষা আপনি কাজে লাগাতে পারবেন।’

আমি মনে করি, ‘এবারের বিশ্বকাপ ব্রাজিলের জন্য বিরাট কিছু। বিশেষ করে শিরোপা জয়ের জন্য আমি আমার সব কিছুই উজাড় করে দেবো।’

dailynayadiganta

Check Also

অধিনায়কত্ব ছেড়ে দিলেন মাশরাফি

এমনভাবেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। শ্রীলঙ্কার মাটিতে সিরিজের শেষ ম্যাচের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin