kader_01

‘বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল, তবে সঙ্গে আরেকটা দল আছে…’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল। কিন্তু মনে রাখবেন- তাদের সঙ্গে আরেকটি দল আছে- জামায়াতে ইসলামী।’তিনি বলেন, ‘তারা (জামায়াত) এখন নিবন্ধিত দল নয়। নির্বাচনে তাদের ভোট বিএনপির সঙ্গে যোগ হবে। তাহলে দুর্বল ভাবার কোনো কারণ নেই। সমর্থনের দিক থেকে তারা (বিএনপি) পিছিয়ে নেই।’

চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।তিনি বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে এখনই মানুষের কাছে যান। আর মাত্র ১০ মাস পর দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা মানুষকে ভালোবাসুন, ভুলত্রুটি করে থাকলে মানুষের কাছে ক্ষমা চান।’ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচনে তরুণ ও নারী ভোটাররাই হবেন প্রধনমন্ত্রী শেখ হাসিনার প্রধান হাতিয়ার। সদস্য সংগ্রহের ক্ষেত্রে নতুন ভোটার ও নারীদের গুরুত্ব দিতে হবে।’

এসময় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদকব্যবসায়ী এবং যারা সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে আঁতাত করে, কোনভাবেই আওয়ামী লীগে তাদের স্থান হবে না।’নির্বাচনে দলীয় মনোনয়নের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘প্রতিযোগিতা থাকা ভালো, কিন্তু অসুস্থ প্রতিযোগিতা কাম্য নয়।’তিনি বলেন, ‘তিনটি গোয়েন্দা সংস্থা তিন মাস পরপর প্রতিটি জেলার নেতাদের কর্মকাণ্ডের রিপোর্ট দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সবার খবর আছে। কাজেই যারা জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে কিংবা যারা গ্রহণযোগ্য নয়, তারা আওয়ামী লীগের মনোনয়ন পাবে না।’

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নাম নালিশ পার্টি। বিএনপি নেতারা ঘরে বসে রাজনীতি করেন এবং মিথ্যা কথা বলেন। সত্য কথা বিএনপি নেতাদের মুখ থেকে বের হয় না। আন্দোলনের নামে জনসাধারণের সঙ্গে চাতুরি করেন।জেলা আওয়ামী লীগ সভাপতি মুইনুদ্দীন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, নুরুল ইসলাম ঠান্ডু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওদুদ প্রমুখ।

এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।এসময় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী এম এনামনুল হক, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি গোলাম মোস্তফা বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি গোলাম রাব্বানী, সাবেক এমপি জিয়াউর রহমান, প্রকৗশলী মাহতাব উদ্দিন, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলসহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

poriborton

Check Also

জাতীয় সরকার নিয়ে হঠাৎ আলোচনা কেন?

প্রথমে জাতীয় সরকারের প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin