goyessor

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

রাত ১০টার পর গুলশানের পুলিশ প্লাজার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন। তিনি আরটিএনএনকে বলেন, বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক এবং দলীয় কিছু কাজ শেষে রাত ৮টার দিকে তিনি গুলশান অফিস থেকে বের হবার পর তার গাড়ির গতিরোধ করে পুলিশ তাকে আটক করে।

গয়েশ্বর চন্দ্র রায়ের ব্যক্তিগত কর্মকর্তা এম আমিনুল ইসলামও রাত ১০টার দিকে গুলশান পুলিশ প্লাজার সামনে থেকে তাকে আটকের তথ্য জানিয়েছেন। তবে তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে এখনো পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

বিএনপির নেতাকর্মীদের মারধর করা পুলিশের রুটিন হয়ে গেছে: ফখরুল

এর আগে রাতে এক বিবৃতিতে বিএনপির নেতাকর্মীদের মারধর করা পুলিশের রুটিন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আদালতে দেশনেত্রীর হাজিরার দিনগুলোতে তার গাড়িবহরের সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর পুলিশ ন্যাক্কারজনক হামলা চালাচ্ছে, গ্রেপ্তার করছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এটি (হামলা) পুলিশের রুটিনওয়ার্ক হয়ে গেছে।’

মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে বিএনপির মহাসচিব দাবি করেন, ‘মঙ্গলবার আদালত থেকে ফেরার পথে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান স্বৈরাচারী সরকারের হিংসাত্মক আচরণ অতীতের সব স্বৈরাচারের রেকর্ড ছাড়িয়ে গেছে। তাদের সভ্যতা-ভব্যতা আর তিলমাত্র নেই। খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টার অংশ হিসেবে বানোয়াট ও সম্পূর্ণ ভিত্তিহীন মামলায় জড়িয়েছে হিংসাপরায়ণ ও ক্ষমতালোভী আওয়ামী লীগ সরকার।’

তিনি বলেন, ‘বিরোধীদলের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতনের মাত্রা বৃদ্ধি করে রাষ্ট্রক্ষমতা দীর্ঘায়িত করতে চায় বর্তমান শাসকগোষ্ঠী। কিন্তু জাতীয়তাবাদী শক্তিকে কখনোই তারা নির্মূল করতে পারবে না।’

বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা ও গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল। বিবৃতিতে তিনি গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করেন।

বিবৃতিতে বলা হয়, কোনও কারণ ছাড়াই বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর থেকে ঢাকা মহানগর (উত্তর) দক্ষিণ খান থানার ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম মিন্নত আলী, দক্ষিণ খান থানা বিএনপির সদস্য হারুন অর রশীদ, স্বেচ্ছাসেবক দল উত্তর খান থানা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, দক্ষিণ খান থানার ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির ভূঁইয়া, পল্লবী থানা বিএনপির নেতা সাইদুর রহমান, তুরাগ থানা বিএনপির নেতা বুলু, খোকন সরকার, কবির, রামপুরা থানা বিএনপির নেতা ডল, ঢাকা মহাগর দক্ষিণ কামরাঙ্গীরচর থানা বিএনপির নেতা বাবুল, মানিক, চকবাজার থানা বিএনপির নেতা আলামীন, শ্যামপুর থানা বিএনপির নেতা জামান আহমেদ পিন্টু, পল্টন থানা বিএনপির নেতা ইসমাইল হোসেন তালুকদার, জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি পেয়ারা মোস্তফা, মহিলা দলনেত্রী আরজু, শ্রমিক দল ঢাকা মহানগর নেতা জিল্লুর রহমান, আলম, জসিম, আলম দেওয়ানসহ অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া হামলা চালিয়ে গেন্ডারিয়া থানা বিএনপির নেতা আব্দুল কাদের কমিশনার ও শাহবাগ থানা বিএনপি নেতা সুমনসহ অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

কিসের মোকাবেলা করবেন আপনারা: আ. লীগকে গয়েশ্বর
‘কিসের মোকাবেলা? কিসের মোকাবেলা করবেন আপনারা? বিএনপির নেতাকর্মীদের আক্রমণ করছেন। বিএনপি নেতাকর্মীরা কি আপনাদেরকে আক্রমণ করতে গেছে। যখন আক্রমণ করতে যাবে তখন হয়তো প্রতিরোধের প্রশ্ন আসতে পারে।’ বলে আওয়ামীলীগকে উদ্দেশ্য প্রশ্ন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জিয়া সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর রায় বলেন, ‘আপনার বিশেষ দূত এরশাদ সাহেব খালেদা জিয়াকে জেলখানায় পাঠায় তার আরেক জন মন্ত্রী রাঙা তারিখই দিয়ে দিলেন। তাহলে বিচারিক আদালতের মোহাম্মাদ আখতারুজ্জামান যে বিচারকের চেয়ারে বসে আছেন তার কাজটা কি? তাহলে কি তিনি শেখ হাসিনার বার্তা জনগণের কাছে সংবাদ পাঠক হিসাবে পাঠ করবেন।’

৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বেগম খালেদা জিয়াকে নিয়ে অগ্রিম রায়ের বিষয়ে কথা বলায় কঠোর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘সারা দেশের মানুষ উদ্বেগ উৎকণ্ঠায় আছে। উৎকণ্ঠা উদ্বিঘ্ন আসতো না যদি শেখ হাসিনা পার্লামেন্টে রায় ঘোষণা না করতেন।

তিনি আরো বলেন, এছাড়া এরশাদ ও রাঙাও রায় ঘোষণা করেছেন এবং তারা (আ.লীগ) মিষ্টির দোকানে ইতোমধ্যে অগ্রিমও অর্ডারও দিয়েছেন। তাই তারা বিএনপির নেতাকর্মীদের রাজপথে বিষয়টি মোকাবেলা করবে বলে অগ্রিম কথা বলছেন।’

বিএনপির এই নীতিনির্ধারক আরো বলেন, ‘আমরা কি এটা কে কি রায় মনে করবো? মোটেও না। কারণ এটা রায় হতে পারে না। রায় লেখার আগেই যখন রায় ঘোষণা হয় সরকারের পক্ষ থেকে তাহলে আমরা বুঝে নিবো এই সরকার কোর্টকে ব্যবহার করছে বিরোধী রাজনৈতিক দলকে নির্যাতনের জন্য। সুতরাং হয়তো আমাদেরকে আবার গাইতে হবে সেই উনসত্তরের গণবাণী বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আপনারা বেগম জিয়াকে জেল দিবেন নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখবেন। একটু ভাবেন, বেগম খালেদা জিয়া ছাড়া ভবিষ্যতে বাংলাদেশে কোন নির্বাচন করার সামর্থ্য আপনাদের আছে কিনা? ২০১৪ সালে তো নির্বাচন করতে পারেন নাই, এটাকে নির্বাচন বলে না। কারণ আপনারা নির্বাচনে বিশ্বাস করেন না। দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় জনগণের যদি ভোট দেয়ার সুযোগ থাকে সেই নির্বাচনে শেখ হাসিনা অংশগ্রহণ করবে না।’

আয়োজক জিয়া সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাসানুল ইসলাম রাজার সভাপতিত্বে এবং এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈশার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, জিনাফের সভাপতি মিয়া মো. আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

Check Also

জাতীয় সরকার নিয়ে হঠাৎ আলোচনা কেন?

প্রথমে জাতীয় সরকারের প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin