বাংলাদেশের মানুষ হিন্দি সিরিয়াল ও চলচ্চিত্র দেখেন, ভবিষ্যৎ উজ্জ্বল: শ্রিংলা

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশের অনেক মানুষ টেলিভিশনে নিয়মিত হিন্দি ভাষার সিরিয়াল ও চলচ্চিত্র দেখেন। বাংলাদেশে এ ভাষার উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।

বুধবার বিশ্ব হিন্দি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

ভারতীয় হাইকমিশনার বলেন, এখানকার মানুষ (বাংলাদেশের নাগরিক) হিন্দি ভাষা বোঝেন, তবে লিখতে বা পড়তে পারেন না।

তিনি আরো বলেন, যাঁরা হিন্দি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানতে আগ্রহী তাঁদের জন্য আধুনিক ভাষা ইনস্টিটিউটে হিন্দি বিভাগ বড় সুযোগ সৃষ্টি করেছে। বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যেকার সম্পর্ক আরও দৃঢ় ও গভীর হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শিশির ভট্টাচার্যও অনুষ্ঠানে বক্তব্য দেন।

Check Also

khaleda_mirja_tareq

যে কারণে ঘুরে দাঁড়াতে পারছে না বিএনপি

টানা ১৫ বছর ক্ষমতার বাইরে বিএনপি। বিভিন্ন সময় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, আন্দোলনের হুমকি দিচ্ছে …

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin