প্রেসক্লাবে ছাত্রদলের কর্মসূচি ঘিরে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে। রোববার সকাল আনুমানিক ১১টার দিকে প্রেসক্লাবের সামনে এই সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
রোববার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিল ও লেখক মোশতাকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে ছাত্রদল এ সমাবেশের আয়োজন করে। পরে এ সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রদলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।

এ সংঘর্ষে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। হাবিব উন নবী খান সোহেলসহ আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিস্তারিত আসছে…