নিজ কেন্দ্রেই হারলেন আ’লীগের ঝন্টু

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে নিজের ভোট দেয়া কেন্দ্রেই হারলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু। বৃহস্পতিবার নগরী ২৪নং ওয়ার্ডের সালেমা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। গণনা শেষে দেখা যায়, ওই কেন্দ্রে ঝন্টু পেয়েছেন ৭৪২ ভোট। জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৯৮৫ ভোট। আর বিএনপির কাওছার জামান বাবলা পেয়েছেন ২৫০ ভোট।

এদিকে, এখন পর্যন্ত মোট ১৯৩টি কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে রিটার্নিং অফিস। এতে লাঙ্গল প্রতীকে ১০,৮৩০ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা।

নৌকা প্রতীকে ৪,৩২১ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু। আর ধানের শীষ প্রতীকে ২,১০২ ভোট নিয়ে তৃতীয় স্থানে আছেন বিএনপি প্রার্থী কাওছার জামান বাবলা।

এছাড়া স্থানীয় সূত্রে পাওয়া প্রায় ৭০টি কেন্দ্রের ভোটের ফলাফলে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তাফা।

উল্লেখ্য, প্রথমবারের মত রসিকে দলীয় প্রতীকে ভোট হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।

রসিক নির্বাচনে এবার মেয়র পদে সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদ্যবিদায়ী প্রার্থী আওয়ামী লীগের সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু, জাপার মোস্তাফিজার রহমান মোস্তফা এবং বিএনপির কাওছার জামান বাবলা ছিলেন আলোচনায়।

উৎসঃ   পরিবর্তন

Check Also

জাতীয় সরকার নিয়ে হঠাৎ আলোচনা কেন?

প্রথমে জাতীয় সরকারের প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin