bnp_jamat

জোট থেকে বেরিয়ে যাচ্ছে জামাত?

শুধু ঢাকায় নয়, ৬ সিটিতেই প্রার্থী দেবে জামাত। আর ঢাকার প্রার্থীতা এখনই প্রত্যাহার করবে না যুদ্ধাপরাধে অভিযুক্ত দলটি, বরং এককভাবে নির্বাচনের পক্ষেই মত দিয়েছে মজলিশে সুরা। মূলত: এর মাধ্যমেই বিএনপি-জামাত বিচ্ছেদের শুরু হলো বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল।

জামাতের সর্বশেষ মজলিশে সুরার (কেন্দ্রিয় কমিটি) বৈঠক অনুষ্ঠিত হয় গত মঙ্গলবার। বৈঠকে মেয়র নির্বাচন ছাড়াও এককভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে কাজ শুরুর পক্ষে মত প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।

জামাতের ঘনিষ্ঠ সূত্র বলছে, অস্তিত্বের প্রয়োজনে ‘দলীয় সরকারের অধীনেই নির্বাচনে যাবে জামাত’। মজলিশে সুরায় এমন মনোভাবই প্রকাশ করেছেন জামাত নেতৃবৃন্দ। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বর্তমান সাংগঠনিক কাঠামোয় জামাত ১০০ থেকে ১২০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম।

জামাতের বর্তমান নেতৃবৃন্দ বলছে, দলের উপর যে জুলুম চলছে , নির্বাচনের মাধ্যমে সেখান থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাছাড়া ২০ দলীয় জোটে বিএনপি তাদের গুরুত্বহীন করে রেখেছে বলেও অভিযোগ জামাতের। তবে, বিএনপি বলছে, জামাত এখন সরকারের ইশারায় চলছে।

তিন বাহিনীর প্রধান হতে চেয়েছিলেন মঈন ইউ?

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম জিয়ার পক্ষের কৌসুলী, সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলী প্রথম অভিযোগটি উত্থাপন করেন। তিনি সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের উৎসাহে এই মামলা করা হয়েছে বলে আদালতে অভিযোগ করেন। মূলত: বেগম জিয়ার নির্দেশেই বেগম জিয়ার আইনজীবী মোহাম্মদ আলী আদালতে সাবেক সেনাপ্রধানকে অভিযুক্ত করেন।

একাধিক সূত্র বলেছে, বেগম জিয়া সাবেক সেনাপ্রধান সম্পর্কে ১০ মিনিট তাঁর আইনজীবীদের ব্রিফ করেন। বেগম জিয়া জানান, মঈন ইউ সশস্ত্র বাহিনীর প্রধান অর্থাৎ তিন বাহিনীর প্রধান হতে চেয়েছিলেন। এজন্য তিনি আইন পরিবর্তনের জন্যও সরকারকে অনুরোধ করেছিলেন। কিন্তু বেগম জিয়া এতে রাজি হননি। তখনই জেনারেল মঈন ইউ ‘বিট্রে’ শুরু করেন বলেও বেগম জিয়া মন্তব্য করেন।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয় সশস্ত্র বাহিনী গঠিত হয়। এসময় জেনারেল ওসমানীকে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক করা হয়েছিল। মুক্তিযুদ্ধের পর এই পদ বিলুপ্ত হয়।

এখন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা সমমর্যাদার এবং একই র‌্যাংক বহন করেন। ১৫ জুন ২০০৫ সালে বেগম জিয়া ৭জন সেনা কর্মকর্তাকে ডিঙ্গিয়ে জেনারেল মঈনকে সেনা প্রধান করেন। বেগম জিয়া স্মৃতিচারণ করে তাঁর আইনজীবীদের বলেছেন, কেয়ার টেকার সরকার নিয়ে আওয়ামী লীগের আন্দোলনের এক পর্যায়ে জেনারেল মঈন বেগম জিয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন।

জেনারেল মঈন ২২ জানুয়ারির (২০০৭) নির্বাচনে সহযোগিতার আশ্বাস দিয়ে তাঁকে তিন বাহিনীর প্রধান করার প্রস্তাব করেন। বেগম জিয়া বলেছেন, ওই প্রস্তাব গ্রহণ না করায় মঈন ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র করে।

বাংলা ইনসাইডার

Check Also

khaleda_mirja_tareq

যে কারণে ঘুরে দাঁড়াতে পারছে না বিএনপি

টানা ১৫ বছর ক্ষমতার বাইরে বিএনপি। বিভিন্ন সময় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, আন্দোলনের হুমকি দিচ্ছে …

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin