জাতীয় নির্বাচনে ‘একলা চল’ নীতি আত্মঘাতী হবে: মেনন

‘জাতীয় নির্বাচনের আগে কোন দল যদি ‘একলা চল’ নীতিতে চলে তা ১৪ দলের মহাজোটের জন্য আত্মঘাতী হবে’ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ও দলটির কয়েকজন পলিটব্যুরোর সদস্যরা।

সমাজকল্যাণ মন্ত্রী ‘এ বছর নির্বাচনের বছর। তাই আমাদের সবাইকে বছরের শুরু থেকেই নির্বাচনী প্রচারণায় নামতে হবে। দেশের উন্নয়নের ধারাবাহিতা ও মুক্ত গণতন্ত্র বজায় রাখতে হলে ১৪ দলকে ঐক্যবদ্ধ হয়ে এগোতে হবে। কোনো দল যদি ‘একলা চল’ নীতিতে চলতে চায় তাহলে এটি আত্মঘাতী হবে।’

তিনি বলেন, ‘এটা বিশেষ কোনো দলকে ইঙ্গিত করে নয়। আমাদের সবার মধ্যে যেন আগামী। নির্বাচনকে ঘিরে ঐক্য থাকে সেই বিষয়ে বলা।’

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ হয়ে আছি, আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই। কেননা ১৪ ঐক্য হল প্রধান শক্তি। আমরা বাংলাদেশের ইতিহাস দেখলেও বুঝতে পারব, এই দেশের স্বাধীনতা থেকে শুরু করে সব কিছুই হয়েছে ঐক্যের মাধ্যমে। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়েই থাকতে হবে।’

মেনন বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে ১৪ দল ঐক্যবদ্ধ হয়ে বিজয় লাভ করেছে। এরপর থেকে দেশে ধারাবাহিকভাবে উন্নয়ন হয়েছে। তবে উন্নয়নে কিছুটা ত্রুটি-বিচ্যুতিও হয়েছে, এর ফলে উন্নয়ন কিছুটা ম্লান হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশীদারিত্ব আরও বাড়াতে হবে।’

তিনি বলেন, ‘নির্বাচন আসলে বহুমুখী ধারা-উপধারার সৃষ্টি হয়। সিট বণ্টনসহ নানা বিষয়ে আলোচনা বা মতবিরোধ থাকতে পারে। তবে আশা করি শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ হয়েই আমরা মাঠে নামব।’

ওয়ার্কার্স পাটির শীর্ষ নেতা মেনন আরও বলেন, ‘নির্বাচন যেন তড়িঘড়ি করে অনুষ্ঠিত না হয়। সবাই যেন নির্বাচনী প্রস্তুতির সুযোগ পায়। এছাড়া নির্বাচনে ১৪ দলের ঐক্যে বজায় রেখে চলতে হবে।’

মন্ত্রণালয় রদবদলের বিষয়ে মন্ত্রী বলেন, ‘নির্বাচন যখন আসে তখন নানা ইকুয়েশন তৈরি হয়। ভারতেও এমনটা হয়। এটা নতুন কিছু নয়। আমি মনে করি এটা একটি রাজনৈতিক প্রক্রিয়া মাত্র।’

Check Also

জাতীয় সরকার নিয়ে হঠাৎ আলোচনা কেন?

প্রথমে জাতীয় সরকারের প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin