amir_khasru

‘জনগণকে ধোঁকা দিতে রোহিঙ্গা চুক্তি’

রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে মিয়ানমারের সাথে সম্পাদিত চুক্তির সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনকে সামনে রেখে জনগণকে ধোঁকা দিতে এ চুক্তি করা হয়েছে। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, আগামী নির্বাচন নিয়ে জনগণ সরকার ও কমিশনকে পর্যবেক্ষণ করছে। জবাবদিহিতার বাইরে থেকে আগামী দিনে কোন নির্বাচন সম্ভব নয়। আজকে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ প্রসঙ্গে আমির খসরু বলেন, রাজনৈতিক সমাবেশ করার অধিকার সবারই আছে। কিন্তু বিরোধি দলের সমাবেশে কোন অনুমতি পাওয়া যায় না। কিন্তু আজকে সমাবেশে সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের আসতে বাধ্য করা হয়েছে তার সমালোচনা করেন তিনি।

তিনি বলেন, বিএনপির সবাবেশে আওয়ামী লীগ রাস্তাঘাট বন্ধ করে বিভিন্নভাবে বাধা দিয়েছিলো। এরপর ও জনসমুদ্রের ঢেউ ঠেকাতে পারে নাই। দীর্ঘ পথ পায়ে হেঁটে সাধারণ জনগণ সমাবেশে এসেছেন।

বিডি প্রতিদিন

ভাষণের স্বীকৃতি উদযাপনে এত ঢাকঢোল কেন: ফখরুল

একাত্তরের ৭ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণকে ‘ঐতিহাসিক’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এই ভাষণ ইউনোস্কোর স্বীকৃতি পাওয়া উপলক্ষে যেভাবে উদযাপন করা হয়েছে এর সমালোচনা করেছেন তিনি।

ফখরুল বলেন, ‘৭ মার্চের যে ভাষণ নিঃসন্দেহে তা ঐতিহাসিক। ইউনেস্কোর একটা তালিকায় এই ভাষণ যুক্ত হয়েছে। খুব ভালো কথা। অস্বীকার কে করেছে? আপনারা এতো বছর পরে হঠাৎ ঢাকঢোল পিটিয়ে নামছেন, তখন কিন্তু দেশের মানুষ কষ্টে আছে। আবারো চালের দাম ৬০ টাকা হয়েছে। বলেছিলেন বিনামূল্যে সার দেবেন, এখন সেই সার তিন গুণ বেশি দামে কিনতে হচ্ছে।’

শনিবার বিকালে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। গুলশানে হোটেল লেকসোরে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইউনিভার্সিটি টিচার্স (এগ্রিকালচারাল সায়েন্স) এর উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিবস উপলক্ষে ‘তারেক রহমানের রাজনীতি এবং কৃষি ও পল্লী উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল। এতে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ ‍কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি।

১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু ঐতিহাসিক যে ভাষণ দিয়েছিলেন ৪৬ বছর পর সেই ভাষণকে বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনেস্কো। শনিবার সারাদেশে সরকারিভাবে উদযাপন করা হয়েছে সেই স্বীকৃতি। সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত সমাবেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে আওয়ামী লীগ দলীয়ভাবে এই স্বীকৃতি উদযাপন করেছে।

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের প্রতি ইঙ্গিত করে ফখরুল বলেন, ‘বড় গলায় বড় বড় অনুষ্ঠান করে স্কুলের ছাত্র-ছাত্রী শিক্ষকদের সরকারি চিঠি পাঠায় হাজির হতে হবে। না হলে সরকারি অনুদান বন্ধ হয়ে যাবে, চাকরি চলে যাবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চিঠি দেয় হাজির না হলে ৫/৬ দিনের বেতন কাটা যাবে। লেক তৈরি করা হয়েছে। সেই লেকের পাশে স্টেজ নির্মাণ করে বুলেট প্রুফ মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতায় বলা হচ্ছে, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।’

দেশে যে উন্নয়ন হচ্ছে তা শুধু ক্ষমতাসীনদের পকেটে যাচ্ছে এমন দাবি করে ফখরুল বলেন, ‘ডেভেলপমেন্ট কার হচ্ছে? ডেভেলমেন্ট আপনাদের হচ্ছে। উন্নয়ন হচ্ছে আপনাদের উন্নয়ন, গুটি কতক মানুষের ‍উন্নয়ন। যারা কয়েকটি প্রতিষ্ঠান তৈরি করে একদিকে বিদ্যুৎখাত থেকে লুটছে, অন্যদিকে মেগা প্রকল্প, ফ্লাইওভার, এক্সপ্রেস ওয়ে ইত্যাদি করে লুটপাট করেছে।’

ফখরুল বলেন, ‘এই উন্নয়নের কথা বলে তারা (ক্ষমতাসীন) তাদের পকেটের উন্নয়ন করছে। তারা নিজেদের বিত্ত তৈরি করছে, সেই বিত্ত তৈরি ছাড়া আর কিছু হচ্ছে না। কিছুদিন আগেও পত্র-পত্রিকায় সংবাদ বেরিয়েছে বাংলাদেশে কিছুসংখ্যক মানুষ অনেক উন্নত হচ্ছে, তাদের বিত্ত বাড়ছে আর কিছুসংখ্যক মানুষ দারিদ্র সীমার আরও নিচে চলে যাচ্ছে।’

জাতীয় একটি দৈনিকে প্রকাশিক সংবাদের দিকে ইঙ্গিত করে ফখরুল বলেন, ‘প্রশাসন শেষ হয়ে গেছে। এখানে তাদের পছন্দ মতো লোককে চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে এবং দলীয়করণ করা হচ্ছে সর্বক্ষেত্রে। বিচার বিভাগ শেষ করে ফেলেছে। প্রধান বিচারপতিকে মতের মিল না হওয়ায় তাকে প্রথমে এক মাসের ছুটি নিতে বাধ্য করা হয়েছে এবং পরে দেশ থেকে তাড়িয়ে দেয়া হয়েছে। স্থায়ীভাবে চলে যেতে হয়েছে এবং তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।’

‘সংসদ নেই। যে সংসদ এটাকে সংসদ বলা যায় না। ১৫৪ জন অনির্বাচিত এবং শতকরা ৫ ভাগ ভোটে সংসদ দাঁড়িয়ে আছে। এই সংসদে একটা বিরোধী দল আছে তারা সরকারে আছে। তাহলে রাষ্ট্রের পিলারগুলো কোথায়?”- বলেন বিএনপি মহাসচিব।

টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া দেশে টেকসই উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সাসটেইনেবল ইকোনমিক ডেভেলমেন্ট হতে হলে সাসটেইনেবল ডেমোক্রেসি দরকার। সেজন্য সবার আগে দরকার একটা নির্বাচন হতে হবে। সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে এবং সব দলের অংশগ্রহণের সুযোগ দিতে হবে। সেই নির্বাচনে অবশ্যই জনগণ অংশ নেবে এবং তারা রায় দিয়ে জনগণের সরকার তৈরি করবে।’

onlinenewsportal

Check Also

জাতীয় সরকার নিয়ে হঠাৎ আলোচনা কেন?

প্রথমে জাতীয় সরকারের প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin