khaleda_04

ছাত্রদলকে খালেদার হুঁশিয়ারি

কেবল ছবি তুলে আন্দোলনে থাকার জানান দেয়ার প্রবণতা ছাড়তে ছাত্রদলের নেতা-কর্মীদের সতর্ক করে দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বলেছেন, কারা কী করছে, সে দিকে নজর রাখছেন তারা।সংগঠনটির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য দিতে গিয়ে অন্যান্য অনেক বিষয়ের পাশাপাশি ছাত্রদলের প্রতিও সতর্কতা জানালেন বিএনপি নেত্রী।

খালেদা জিয়া বলেন, ‘শুধু চেহারা দেখালে আর ছবি তুললে চলবে না। ১০-১২ জন লোক দাঁড়িয়ে ছবি উঠিয়ে বলা যাবে না আমরা আন্দোলনে ছিলাম।’

‘আমরাও বিকল্প ব্যবস্থা গ্রহণ করে রেখেছি, তোমরা কে কী করছ, সেটা মনিটংরিং হচ্ছে।’ছাত্রদলের নেতা-কর্মীদের বিএনপি চেয়ারপারসন বলেন, ‘তোমরা ঐক্য, ইমান, শৃংখলা ঠিক রাখলে সব কিছু জয় করা সম্ভব। শুধু স্লোগান দিলে হবে না। স্লোগানের ধারা পরিবর্তন করতে হবে।

আগের স্লোগান দিলেন হবে না, সময়ের প্রেক্ষাপট অনুযায়ী তা পরিবর্তন করতে হবে।’ছাত্রদলের নেতা-কর্মীদের বিএনপি ঘোষিত ভিশন টোয়েন্টি থার্টি পড়ারও তাগাদা দেন খালেদা জিয়া। বলেন, ‘প্রত্যেককে ভিশন ২০৩০ পড়তে হবে। বিএনপির আগামী দিনের পরিকল্পনা জানতে হবে।’

ছাত্রদলের এই সমাবেশ শুরু হওয়ার কথা ছিল বেলা দুইটার দিকে। কিন্তু রাষ্ট্রপতি সুপ্রিমকোর্ট দিবসের অনুষ্ঠানে সর্বোচ্চ আদালতে থাকায় নিরাপত্তাজনিত কারণে লাগোয়া ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশ করতে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী।আর রাষ্ট্রপতি বিকালে সুপ্রিম কোর্ট ছেড়ে বঙ্গভবনে ফিরে গেলে মিলনায়তনের তালা খুলে দেয়া হয়।

তবে এর আগে মিলনায়তনের বাইরে অস্থায়ী মঞ্চে সমাবেশের প্রস্তুতি নিয়েছিল ছাত্রদল।খালেদা জিয়া সমাবেশ স্থলে আসেন বিকাল সাড়ে চারটায়। তার আগেই অস্থায়ী মঞ্চে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে অবশ্য ভেতরের মঞ্চেই সমাবেশ শুরু হয়। ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিএনপির বেশ কয়েকজন নেতা এবং ছাত্রদলের সাবেক নেতারা এ সময় বক্তব্য রাখেন।

ঢাকাটাইমস

Check Also

জাতীয় সরকার নিয়ে হঠাৎ আলোচনা কেন?

প্রথমে জাতীয় সরকারের প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin