গাজীপুরে মসজিদের ভেতর গলাকাটা লাশ

গাজীপুরে একটি মসজিদের ভেতর থেকে এক নৈশপ্রহরীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ভোগড়া সরকারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম আবদুল মোতালেব।

তিনি ময়মনসিংহের বাগতাবাজার গ্রামের তমিজ মণ্ডলের ছেলে। মোতালেব ১০-১২ দিন আগে ওই মসজিদে কাজ নেন। স্থানীয় সাইদুর রহমানের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন তিনি। পুলিশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, তাদের ধারণা গতকাল বুধবার দিবাগত রাতের কোনো একসময় মোতালেবকে হত্যা করা হয়।
আজ ভোরে মসজিদের মুয়াজ্জিন আজান দিতে এসে মসজিদের ভেতর মোতালেবের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন।

পরে তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা জড়ো হয়ে পুলিশে খবর দেন। সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে : আ স ম রব

জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। শহীদ বুদ্ধিজীবীদের কাঙ্খিত গণতান্ত্রিক রাষ্ট্র আজও প্রতিষ্ঠিত হয়নি।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফ্রন্টের নেতাকর্মীদের নিয়ে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে যুক্তফ্রন্টের শীর্ষ নেতা ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রব একথা বলেন।

তিনি বলেন, বুদ্ধিজীবীদের কাঙ্খিত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই যুক্তফ্রন্ট। রাষ্ট্র ও সমাজ আজও আমাদের বুদ্ধিজীবীদের যথাযথ সম্মান প্রদর্শন করতে পারেনি।

এর আগে ফ্রন্টের শরিক নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহি বি. চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণ সংস্কৃতি দলের সভাপতি এস.আল-মামুন প্রমুখ।

dailynayadiganta

Check Also

জাতীয় সরকার নিয়ে হঠাৎ আলোচনা কেন?

প্রথমে জাতীয় সরকারের প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin