কুমিল্লা মহানগর যুবদল সভাপতি গ্রেফতার

কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবু ও মহানগর ছাত্রদল নেতা শরীফকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার রাতে নগরীর কান্দিরপাড় সংলগ্ন লাকসাম রোডের খোরশেদ আলম পৌর বিপণির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

রাত সাড়ে ১০টায় ডিবির ওসি একেএম মঞ্জুর আলম জানান, নাশকতা পরিকল্পনার অভিযোগে আবু ও শরীফকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আবুর বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় ৬টি মামলা রয়েছে। তাদের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 তবে দলীয় একাধিক সূত্র জানিয়েছে, আবুর বিরুদ্ধে দায়েরকৃত সব মামলায়ই তিনি জামিনে রয়েছেন।
jagonews24
অবশেষে মাহমুদুর রহমানকে বিদেশে যেতে দিলো সরকার

দৈনিক আমারদেশ সম্পাদক ভারতীয় আগ্রসান বিরোধী কণ্ঠস্বর কলম সৈনিক মাহমুদুর রহমান উন্নত চিকিৎসার জন্য আজ (২ ডিসেম্বর) রাত ১০-৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনস এর SQ-447 বিমান যোগে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্শে রওয়ানা দিয়েছেন। তার সঙ্গে তাঁর স্ত্রী ফিরোজা মাহমুদ রয়েছেন।

এর আগে আদালত অনুমোদন থাকা সত্ত্বেও তাকে বহুবার চিকিৎসার জন্য বিদেশে যেতে বাঁধা দেয়া হয়েছে। নানা হয়রানিমূলক মামলায় দীর্ঘ দিন জেল খেটেছেন ভারতীয় আগ্রাসন বিরোধী এই সম্পাদক ।

শনিবার রাতে তিনি বিমান বন্দরের গেলে ইমিগ্রিশেন পুলিশ তার পাসপোর্ট জব্দ করে নিয়ে প্রায় ২ ঘন্টা আটকে রাখে। আপীলেট ডিভিশনের নির্দেশনা সত্বেও তাঁকে চিকিৎসার জন্য যেতে বাঁধা দেয়ার চেষ্টা করায় তিনি ক্ষুব্ধ হন।

আদালত অবমাননার বিষয়টি চিন্তা করে পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রনালয় ও সরকারের উর্ধতন কর্তৃপক্ষ জরুরী আলাপ আলোচনা করে বিমান ছাড়ার ৫ মিনিট পূর্বে তাকে তাড়াহুড়ো করে বিদেশ যাবার ছাড়পত্র দেয়।

Check Also

জাতীয় সরকার নিয়ে হঠাৎ আলোচনা কেন?

প্রথমে জাতীয় সরকারের প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin