একজন মৃত তাহলে জীবিত হলো!

করোনায় মৃত এবং আক্রান্তের সংখ্যা নিয়ে আজ দু রকম তথ্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য অধিদপ্তর। এই তথ্য বিভ্রাট নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী সকালে যখন তথ্য দিয়েছিলেন তখন পর্যন্ত সংখ্যাটা সেরকমই ছিল। পরবর্তীতে সেটা বেড়েছে। আমরা হালনাগাদ তথ্য দিয়েছি। এটা নিয়ে কোনো বিভ্রান্তির অবকাশ নেই। 

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের এই কথা যদি আমরা মেনেও নিই, তাহলে আমাদের রীতিমতো ভিড়মি খেতে হবে। কারণ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কথা যদি সঠিক হয়, তাহলে একজন করোনায় মৃত ব্যক্তি কি জীবিত হলেন?

কারণ  আজ সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছিলেন যে দেশে গত এক দিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৯ জন আর মারা গেছে ৪ জন। আর দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং আইইডিসিআর এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ব্রিফিংয়ে জানালেন নতুন রোগী ৩৫ জন, মারা গেছে ৩ জন।

আক্রান্তের সংখ্যাটা নাহয় কয়েক ঘন্টার ব্যবধানে বেড়েছে। কিন্তু মৃতের সংখ্যা কমলো কীভাবে? তাহলে স্বাস্থ্যমন্ত্রীকে আরা যিনি তথ্য দিয়েছিলেন তিনি কি ভুল তথ্য দিয়েছিলেন? নাকি একজন মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠলেন? 

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, এ নিয়ে কোনো বিভ্রান্তির অবকাশ নেই। যখন সংখ্যা বাড়ে তখন নিশ্চয়ই বিভ্রান্তির অবকাশ থাকে না। কিন্তু যখন মৃত ব্যক্তির সংখ্যা কমে যায় তখন সেই তথ্য নিয়ে প্রশ্ন উঠতেই পারে। 

বাংলা ইনসাইডার

Check Also

সুখবর- ইতালিতে কমছে আক্রান্তের সংখ্যা, বেড়েছে সুস্থতা

প্রাণঘাতী করোনা ভাইরাসে ইতালিতে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়িতে ফেরার সংখ্যা দিন দিন বাড়ছে। গত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin