একই উড়োজাহাজে চড়ে ঢাকা থেকে সৈয়দপুরে গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাছাকাছি আসনে বসেছিলেন তাঁরা। একে অন্যের সঙ্গে করেছেন কুশল বিনিময়।
আজ সোমবার সকালে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস বাংলার একটি উড়োজাহাজে চড়ে তাঁরা যাত্রা করেন।
প্রথমে বিএনপি নেতা মির্জা ফখরুল উঠে যান এরশাদের কাছে। জানতে চান এরশাদ কেমন আছেন? কুশল বিনিময় হয় দুজনের মধ্যে। তাঁদের মধ্যে সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলাপ চলে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান তাঁদের একসঙ্গে যাত্রার বিষয়টি জানান।
রংপুর সিটি নির্বাচনের প্রচারে যাচ্ছেন মির্জা ফখরুল। আর এরশাদ যাচ্ছেন ব্যক্তিগত কাজে। সৈয়দপুর বিমানবন্দর থেকে দুজন রংপুরের উদ্দেশে রওনা হন।
বিএনপি নেতা ফখরুল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এরশাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে কোনো আলোচনা দেখা যায়নি।
চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলীর ইন্তেকাল
চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী রোববার রাত ৮টার দিকে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মোহাম্মদ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে মোহাম্মদ আলী হার্টের জটিলতায় ভুগছিলেন। রোববার সন্ধ্যার দিকে তীব্র অসুস্থতাবোধ করলে তাকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৮টার দিকে সেখানেই তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে মোহাম্মদ আলীর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা ও একপুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়।
মোহাম্মদ আলীর পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সোমবার বাদ জহর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর চট্টগ্রামের হাটহাজারীতে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। এরপর সেখানে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
rtnn