আবারও ইউনাইটেড হাসপাতালে খালেদার চিকিৎসার অনুরোধ

আবারও ইউনাইটেড হাসপাতালে কারাবন্দি খালেদা জিয়ার চিকিৎসার অনুরোধ জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করে এই অনুরোধ জানান।

বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমাদের চেয়ারপারসন এখন কারারুদ্ধ। তার স্বাস্থ্যের অবনতি ঘটছে। সেই বিষয়টি নিয়ে আমরা তার (স্বরাষ্ট্রমন্ত্রী) কাছে এসেছিলাম। ইতিপূর্বেও আমাদের একটি প্রতিনিধি দল এসেছিল। আমরা তাকে (স্বরাষ্ট্রমন্ত্রী) অনুরোধ করেছি, তাকে (খালেদা জিয়া) যেন একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেয়া হয় এবং সেটা যেন ইউনাইটেড হাসপাতাল হয়, যেটা তিনি (বেগম জিয়া) পছন্দ করেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) বলেছেন, ‘যারা দায়িত্বে আছেন- সচিব, আইজি প্রিজন ও অন্যদের সঙ্গে আলাপ করে বিষয়টি দেখবেন। তিনি বলেছেন, বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছেন তাদের সঙ্গেও কথা বলে ব্যবস্থা নেয়া হবে।’

কবে নাগাদ সিদ্ধান্ত জানাবেন- জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘সুনির্দিষ্ট করে তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) কিছু বলেননি। আজকেই উনি এই সভাটা করবেন।’

এর আগেও তো আপনারা চেয়ারপারসনের সুচিকিৎসারে দাবি নিয়ে এসেছিলেন- এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মহাসচিব বলেন, ‘এসেছিলাম।’

এবার কী সরকার বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতি দেবে- জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সেটা বলতে পারছি না, সেটা তাদের উপর নির্ভর করবে।’

সরকার বলছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আপনাদের পছন্দের ডাক্তারদের দিয়েছি চিকিৎসা হবে- এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘এই বিষয়গুলোর উত্তর আমি দিতে চাই না। আমাদের চেয়ারপারসনের পছন্দ হচ্ছে ইউনাইডেট হাসপাতাল। আমরা মনে করি, সেখানেই তাকে চিকিৎসা দেয়া উচিত। তিনি অসুস্থ রোগী তার চয়েজটাইকে গুরুত্ব দেয়া উচিত, সর্বাধিকার দেয়া উচিত।’

বিএনপি মহাসচিবের নেতৃত্বে বেলা ২টা ৫৫ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে প্রবেশ করেন বিএনপির ৭ সদস্যের প্রতিনিধি দল। বেলা ৩টা ৫০মিনিটে শেষ হয় বৈঠক।

প্রতিনিধি দলে ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মইন খান ও নজরুল ইসলাম খান।

এর আগে দলটির পক্ষ থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দি বেগম জিয়ার সুচিকিৎসা নিশ্চিতের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে চিঠি দেয়া হয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে সাক্ষাতের সময় দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিএনপির পক্ষ থেকে বার বার দাবি করা হচ্ছে, খালেদা জিয়ার সুচিকিৎসা হচ্ছে না। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কারাবিধি মেনে খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি সুস্থ আছেন।

খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে এর আগে গত ২২ এপ্রিলও বিএনপির একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তখনও তারা বেগম জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার দাবি জানিয়েছিলেন।

সরকারের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নেয়ার প্রস্তাব দেয়া হলে খালেদা জিয়া তা প্রত্যাখ্যান করেন।

Check Also

জাতীয় সরকার নিয়ে হঠাৎ আলোচনা কেন?

প্রথমে জাতীয় সরকারের প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin