আজ নয়, কাল আসছে জিম্বাবুয়ে

১৫ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে ত্রিদেশীয় সিরিজ। প্রথম দিনই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এই সিরিজে অংশ নিতে আজ বাংলাদেশে এসে পৌঁছার কথা ছিল জিম্বাবুয়ের। তবে আজ নয়, গ্রায়েম ক্রেমারের দল আসছে আগামীকাল (বৃহস্পতিবার)।

ত্রিদেশীয় সিরিজের আরেক দল শ্রীলঙ্কা। তারা আসবে আগামী ১৩ জানুয়ারি। চন্ডিকা হাথুরুসিংহে কোচের দায়িত্ব নেয়ার পর তিনি শক্তিশালী এক দলই বেছে নিয়েছেন আসন্ন সিরিজে সাবেক শিষ্যদের মোকাবেলা করার জন্য।

ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টোয়েন্টিকে সামনে রেখে গত ২৭ ডিসেম্বর থেকেই শুরু হয়েছে টাইগারদের প্রস্তুতি। ত্রিদেশীয় সিরিজের জন্য ইতোমধ্যে ১৬ সদস্যের দলও ঘোষণা করেছেন নির্বাচকরা।

২৫৮ করে থামলেন মুমিনুল

দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন, মুমিনুল হকের সামনে সুযোগ ছিল ট্রিপল সেঞ্চুরিরও। শেষ পর্যন্ত ২৫৮ রানে থামলেন কক্সবাজারের এই লিটল মাস্টার। বুধবার প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের দ্বিতীয় ডাবল সেঞ্চুরিটাকে ক্যারিয়ারসেরা ইনিংস বানিয়ে আউট হয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ আসরের প্রথম রাউন্ড শুরু হয়েছে মঙ্গলবার। সাভারের বিকেএসপিতে প্রাইম ব্যাংক সাউথ জোনের মুখোমুখি হয়েছে ইসলামী ব্যাংক ইস্ট জোন।

ম্যাচের প্রথম দিনই দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে খেলা মুমিনুল হক। আগের দিন ১৬৯ রানে অপরাজিত ছিলেন এই ব্যাটসম্যান, অপেক্ষায় ছিলেন ডাবল সেঞ্চুরির। সেই মাইলফলকটা ছুঁতে খুব বেশি দেরি করেননি তিনি।

বুধবার ম্যাচের দ্বিতীয় দিনে প্রথম সেশনেই ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন মুমিনুল। এগিয়ে যাচ্ছিলেন ট্রিপল সেঞ্চুরির দিকে, আবদুর রাজ্জাকের ঘুর্ণিতে থামতে হয়েছে তাকে। ৩৪৪ বল মোকাবেলায় গড়া তার ২৫৮ রানের ম্যারাথন ইনিংসটিতে ছিল ২৩টি বাউন্ডারি আর ৩টি ছক্কার মার।

এর আগে ২০১৫-১৬ মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগের হয়ে ২৩৯ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন মুমিনুল। প্রথম শ্রেণির ক্রিকেটে সেটাই ছিল এতদিন পর্যন্ত তার ক্যারিয়ার সেরা। এবার ছাড়িয়ে গেলেন নিজের ওই ইনিংসকে।

প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে ২টি করে ডাবল সেঞ্চুরি করেছেন বাংলাদেশের ৭ জন। তারা হলেন-মার্শাল আইয়ুব, নাজিম উদ্দিন, রকিবুল হাসান, তাইবুর রহমান, রনি তালুকদার, শাহরিয়ার নাফীস এবং এনামুল হক বিজয়।

Check Also

অধিনায়কত্ব ছেড়ে দিলেন মাশরাফি

এমনভাবেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। শ্রীলঙ্কার মাটিতে সিরিজের শেষ ম্যাচের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin