amir_khasru

আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন: আমীর খসরু

‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে আমাদের প্রমাণ করতে হবে এখন, আমরা দুর্নীতি করি নাই। মানে, আপনি চিন্তা করেন কী পর্যায়ের… তারা বলেছেন কথা, প্রধানমন্ত্রী বলেছেন কথা… তারা প্রমাণ করবে, এখন উল্টো বলছে যে বিএনপিকে নাকি প্রমাণ করতে হবে। এটা হচ্ছে আওয়ামী লীগ, কারণ তাদের হাতে তো কিছু নাই।

আর বিএনপির হাতেও কিছু নাই। এটা হচ্ছে তারা আত্মরক্ষার জন্য করেছেন, কারণ তারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন।’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত ‘দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের’ জন্য আলোচনা সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

বিএনপির এই নেতা আরো বলেন, ‘সৌদি আরবে জিয়া পরিবারের সম্পদ নিয়ে দেওয়া বক্তব্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে উকিল নোটিশ পাঠিয়েছেন খালেদা জিয়া, তার জবাবের অপেক্ষায় আছে বিএনপি।’

সৌদি আরবে জিয়া পরিবারের সম্পদ নিয়ে দেওয়া বক্তব্যের জন্য প্রধানমন্ত্রীকে গত ২০ ডিসেম্বর উকিল নোটিশ পাঠিয়েছেন খালেদা জিয়া এরই প্রতিক্রিয়া জানাতে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রসঙ্গে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘যে পরিমাণ দুর্নীতি, তার খুব কমই এখানে তুলে ধরা হয়েছে। দুর্নীতির পরিমাণ এর চেয়ে অনেক বেশি।

যেগুলো কাগজে এসেছে, যেগুলো তদন্তাধীন এবং দুর্নীতির যে কঠিন সত্যগুলো বেরিয়ে আসবে, তার শুরু মাত্র। আইনি নোটিশকে আমরা আইনের মাধ্যমেই মোকাবিলা করব।’

এ সময় বিএনপি নেতা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘টার্গেট’ করে এগোচ্ছে। তিনি বলেন, ‘বিচার বিভাগকে নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে রেখে আগামী নির্বাচনে খালেদা জিয়া যাতে অংশগ্রহণ করতে না পারে, নির্বাচনে ওনার ভূমিকা যাতে না থাকে, সেটাই তারা (আওয়ামী লীগ) বেছে নিয়েছে।’

‘আমি তাদের অনুরোধ করছি, সেই পথ পিচ্ছিল, সেই পথে আপনারা চলবেন না। একবার চলেছেন, বাকশাল করে একদলীয় সরকার করে, আপনাদের অনেক উচ্চমূল্য দিতে হয়েছে। এইবার এই পিচ্ছিল পথে যদি চলেন, আগামী দিনে আরো অনেক উচ্চমূল্য দিতে হতে পারে।’

খালেদা জিয়ার মামলার কথা উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এই মামলাগুলো বিচারের সঙ্গে সম্পর্কিত কোনো মামলা নয়। এই মামলাগুলো পুরোপুরিভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

সরকার ক্ষমতায় টিকে থাকতে বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বিভাগের অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচার বিভাগ যাতে স্বাধীন ভূমিকা পালন করতে না পারে, সে জন্য প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়া হয়েছে।’

এ সময় বিএনপির এই নেতা আরো বলেন, ‘আওয়ামী কারখানা থেকে তৈরি কতগুলো মামলা, এসব অভিযোগের তারা আজ পর্যন্ত একটা সত্যতা দিতে পারেনি। আমরা উকিল নোটিশ দিয়েছি, উকিল নোটিশের জবাবের অপেক্ষায় আছি।’

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ।

rtnn

Check Also

জাতীয় সরকার নিয়ে হঠাৎ আলোচনা কেন?

প্রথমে জাতীয় সরকারের প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin