khaleda_05

অনুমতি মিলেছে, থাকবেন খালেদা

রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিএনপির মুক্তিযোদ্ধা দল সমাবেশ করার অনুমতি পেয়েছে বলে জানা গেছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার পরিবর্তন ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।রোববার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশের পক্ষ থেকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয় বলে জানান তিনি।

তবে এর আগে পুলিশ অনুমতি দেওয়া নিয়ে গড়িমসি করে বলে অভিযোগ করেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। এমনকি পুলিশ মহানগর নাট্যমঞ্চের হলে তালা দিয়ে দেয়। অন্যদিকে মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা তালা ভাঙার ঘোষণা দেন। এ নিয়ে ওই এলাকায় উত্তেজন্য দেখা দেয়। পরে পুলিশ অনুমতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রসঙ্গত, রোববার বেলা ৩টায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ওই সমাবেশের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শামসুদ্দিন দিদার এর আগে পরিবর্তন ডটকমকে জানান, খালেদা জিয়া মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিতে রোববার বেলা ২টায় গুলশানের বাসবভন থেকে যাত্রা করবেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই মহান বিজয় দিবস উপলক্ষে সমাবেশ করতে পারেনি বিএনপি। সর্বশেষ ২০১৪ সালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুক্তিযোদ্ধাদের সমাবেশে বক্তব্য দেন খালেদা জিয়া।

লন্ডনে চিকিৎসা শেষে সম্প্রতি দেশে আসেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এরপর থেকেই তিনি নিয়মিত জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিচ্ছেন।

এরই মধ্যে দীর্ঘ দেড় বছর পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পায় বিএনপি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত ১২ নভেম্বর সেই সমাবেশে বক্তব্য দেন খালেদা জিয়া।

উৎসঃ   poriborton

মুক্তিযুদ্ধের লক্ষ্য আজো অর্জিত হয়নি : মির্জা ফখরুল

বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব‌লে‌ছেন, মু‌ক্তিযু‌দ্ধের স‌ত্যিকা‌রের লক্ষ্য অ‌র্জিত হয়‌নি। আজ‌কে গণতন্ত্র প্র‌তিষ্ঠা এবং অ‌ধিকার আদা‌য়ের শপথ নেব।

আজ র‌োববার দুপু‌রে ঢাকা মহানগর নাট্যম‌ঞ্চে বাংলা‌দেশ জাতীয়তাবাদী মু‌ক্তি‌যোদ্ধা দ‌লের সমা‌বে‌শের উদ্বোধনকালে তি‌নি এ মন্তব্য ক‌রেন।

তি‌নি ব‌লেন, মু‌ক্তি‌যোদ্ধা দল কোন রাজ‌নৈ‌তিক সংগঠন নয়, এক‌টি গর্বিত প্র‌তিষ্ঠান। কিন্তু ধিক্কার দেই যখন দে‌খি মু‌ক্তি‌যোদ্ধা দ‌লের সমা‌বে‌শের অনুম‌তি না দেয়ার জন্য বর্তমা‌নে যে দল‌টি ক্ষমতায় র‌য়ে‌ছে, যারা নি‌জে‌দের‌কে মু‌ক্তিযু‌দ্ধের একমাত্র ধারক ম‌নে ক‌রে বাহক ম‌নে ক‌রে, সেই আওয়ামীলীগ স‌রকার স‌ম্মেল‌নের অনুম‌তি দি‌তে গ‌ড়িম‌সি ক‌রে। আমরা ল‌জ্জিত হই যখন দে‌খি এই শাসক গোষ্ঠী মু‌ক্তি‌যোদ্ধা‌দের ওপ‌রে নির্যাতন চালা‌চ্ছে।

যখন দে‌খি স‌ত্যিকা‌রের মু‌ক্তি‌যোদ্ধা‌দের বাদ দি‌য়ে তারা তা‌দের দলভুক্ত‌ মু‌ক্তি‌যোদ্ধা‌দের তা‌লিকা নাম লিখ‌ছে।

তি‌নি আ‌রো ব‌লেন, আমরা মু‌ক্তিযু‌দ্ধের এই মা‌সে কাউ‌কে ছোট কর‌তে চাই না, খা‌টো কর‌তে চাই না, আমরা ডে‌বিলস‌কে তার শেয়ার দি‌তে চাই, এই আদর্শ আমরা শি‌খে‌ছি শহীদ প্রে‌সি‌ডেন্ট জিয়াউর রহমা‌নের কাছ থে‌কে। তারা আওয়ামী লীগ তারা মু‌ক্তিযুদ্ধ‌কে একটা সেলফ প্রোডা‌ক্টে প‌রিণত ক‌রে‌ছে, ধর্ম ব্যবসায়ীরা যেভা‌বে ধর্ম‌কে তা‌দের ব্যবসায় প‌রিণত ক‌রে আজ‌কে আওয়ামী লীগ, স্বাধীণতা‌কে, মু‌ক্তিযুদ্ধ তা‌দের রাজ‌নৈ‌তিক একটা প্রোডা‌ক্টে প‌রিণত কর‌তে চাই‌ছে। তারা ভাগ ক‌রে ফে‌লে‌ছে দেশ‌কে, মু‌ক্তিযু‌দ্ধের প‌ক্ষের শ‌ক্তি, মু‌ক্তিযু‌দ্ধের বিপ‌ক্ষের শ‌ক্তি, তারা ব‌লে যে, তারাই না‌কি একমাত্র মু‌ক্তিযু‌দ্ধে প‌ক্ষের শ‌ক্তি।

সভায় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন, বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা আব্দুস সালাম, বাংলা‌দেশ জাতীয়তাবাদী মু‌ক্তি‌যোদ্ধা দ‌লের নব নির্বা‌চিত সভাপ‌তি ইস‌তিয়াক আ‌জিজ উলফাত, সাধারন সম্পাদক জনাব সা‌দেক খান প্রমুখ। বিকেলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

উৎসঃ   dailynayadiganta

Check Also

জাতীয় সরকার নিয়ে হঠাৎ আলোচনা কেন?

প্রথমে জাতীয় সরকারের প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share
Pin